নয়াদিল্লি, ১৫ মে: কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সুর চড়ালেই জোটে দেশদ্রোহিতার তকমা। এমনকী ইউএপিএ ধারায় মামলা দায়ের করে জেলেও ভরে দেওয়া হয়। সেই রকমই ঘটনা ঘটেছিল নিউজক্লিকের প্রতিষ্ঠাতা প্রবীর পুরকায়স্থের সঙ্গে। গত ৩ অক্টোবর চীনের হয়ে প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগে দিল্লি পুলিসের হাতে গ্রেপ্তার হন তিনি। মামলা দায়ের করা হয় ইউএপিএ ধারায়। পাশাপাশি বেআইনি কার্যকলাপ আইনেও অভিযুক্ত করা হয়েছিল তাঁকে। একইসঙ্গে ওইদিন গ্রেপ্তার করা হয় নিউজক্লিকের আরও এক আধিকারিক অমিতাভ চক্রবর্তীকেও। তাঁর ঠাঁই হয় তিহারে। অবশেষে আজ, বুধবার সেই মামলার শুনানিতে স্বস্তি পেলেন প্রবীরবাবু। সুপ্রিম কোর্টের তরফে তাঁকে জেল থেকে অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ শীর্ষ আদালত জানিয়েছে, প্রবীরবাবুকে গ্রেপ্তারির পিছনে যে অভিযোগ রয়েছে তা ভিত্তিহীন। এদিন শুনানির পরে সুপ্রিম কোর্টের তরফে বলা হয়, ‘এখনও রিমান্ড কপিই দেওয়া হয়নি। যা প্রবীর পুরকায়স্থের গ্রেপ্তারিকে অযৌক্তিক করে তুলেছে। এই বিষয়ে আদালতের মনে কোনও সংশয় নেই যে, গ্রেপ্তারির পিছনে কোনও ভিত্তি নেই। যার ফলে গ্রেপ্তারি ভিত্তিহীন হয়ে গিয়েছে। তাই রিমান্ডারের নির্দেশ বাতিল করা হল। ট্রায়াল কোর্টের সন্তুষ্টির ভিত্তিতে আবেদনকারীকে মুক্তি দেওয়া যেতে পারে।’
উল্লেখ্য, কিছু সপ্তাহ আগেই দিল্লি পুলিস এই মামলায় চার্জশিট জমা দেয়। তাতে বলা হয়, টাকা নিয়ে চীনের হয়ে প্রোপাগোন্ডা চালাত নিউজক্লিক সংস্থা। জঙ্গি সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন প্রবীরবাবু, এমনকী মাওবাদীদের অর্থ সাহায্যও করতেন তিনি। চার্জশিটে এমনই অভিযোগ তোলা হয়েছিল তাঁর বিরুদ্ধে। যা এদিন শীর্ষ আদালতে ধোপে টেকেনি।