প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা। ... বিশদ
রাজ্য প্রশাসনের এক সূত্র জানাচ্ছে, ২০১৪ সালে বাংলায় মাত্র ৪৪১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে লোকসভা ভোট হয়েছিল। আবার ২০১৯ সালের লোকসভা ভোটে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী এসেছিল ৭১০ কোম্পানি। সাম্প্রতিককালে একমাত্র ২০২১ সালে এরাজ্যের বিধানসভা ভোটে কেন্দ্রীয় বাহিনী এসেছিল ১০৭১ কোম্পানি। এবারের লোকসভা ভোটে এই সংখ্যাও ছাপিয়ে যাবে বলে ইঙ্গিত মিলছে।
নির্বাচন কমিশন সূত্রে খবর, ষষ্ঠ দফার ভোটে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী থাকবে ১০২০ কোম্পানি। রাজ্য প্রশাসনের এক শীর্ষকর্তা জানাচ্ছেন, দ্বিতীয় দফার ভোট থেকে রাজ্যে যে হারে লাফিয়ে লাফিয়ে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বাড়ানো হচ্ছে, তাতে সপ্তম তথা রাজ্যে শেষ দফার ভোটে এই সংখ্যা ১০৭৫ থেকে ১০৮০ কোম্পানিতে গিয়ে দাঁড়াবে।
অথচ ভোট পর্ব শুরুর আগে এরাজ্যের জন্য মোট ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয়েছিল। জম্মু-কাশ্মীরের থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী বাংলার ভোটে চাওয়ায় তখনই বিতর্ক দেখা দিয়েছিল রাজনৈতিক মহলে। ইতিমধ্যেই সেই ৯২০ কোম্পানিকে ছাপিয়ে বাড়তি ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসছে। পশ্চিমবঙ্গ বাদে দেশের বাকি রাজ্যগুলিতে ভোটপর্ব শেষ হওয়া মাত্র বাড়তি কেন্দ্রীয় বাহিনীকে তড়িঘড়ি বাংলায় পাঠানো হচ্ছে। ফলে প্রতি দফা ভোটের আগে, রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে কেন্দ্রীর বাহিনীর সংখ্যা। বিরোধী শিবিরের অভিমত, এবারের লোকসভা ভোটে কেন্দ্রীয় বাহিনী দিয়ে বাংলাকে ঘিরছে বিজেপি। মানুষ ইভিএমে এর জবাব দেবেন।