প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা। ... বিশদ
আন্দামানের মান্নানগরের বাসিন্দা হেমলতা গত বছর অক্টোবর মাস থেকে কলকাতার চালিয়া মোড়ের কাছে একটি ফ্ল্যাটে পেয়িং গেস্ট হিসেবে থাকছিলেন। প্রাথমিক তদন্তে রিজেন্ট পার্ক থানার পুলিস জানতে পেরেছে, পেশায় ডান্সার হেমলতা কলকাতায় ‘ফ্রিলান্স আর্টিস্ট’ হিসেবে উপার্জন করতেন। স্থানীয় সূত্রে খবর পেয়ে বুধবার পুলিস ফ্ল্যাটের দরজা ভেঙে দেখে, সিলিং ফ্যান থেকে নাইলনের দড়ির সাহায্যে ফাঁস দিয়ে ঝুলছেন ওই ডান্সার।
তাঁকে উদ্ধার করে এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। হেমলতার ফ্ল্যাটে তন্নতন্ন করে তল্লাশি চালিয়েও পুলিস কোনও সুইসাইড নোট পায়নি। যদিও তদন্তে জানা গিয়েছে,
বয়ফ্রেন্ড এর সঙ্গে সমস্যার জেরেই আত্মঘাতী হয়েছেন ওই ডান্সার ।
কলকাতা পুলিসের এক সূত্র জানাচ্ছে, হেমলতার বাবা-মা’কে খবর পাঠানো হয়েছে। তাঁরা এলেই এই মৃত্যু নিয়ে ধোঁয়াশা কাটতে পারে। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, ফাঁস দিয়েই আত্মঘাতী হয়েছেন ওই ডান্সার। মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আপাতত, সবদিক খোলা রেখে তদন্ত চালানোর সিদ্ধান্ত নিয়েছে রিজেন্ট পার্ক থানার পুলিস।