প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা। ... বিশদ
(হালান্ড-২)
লন্ডন: চলতি মরশুমে তাঁর ফর্ম নিয়ে উঠেছিল অনেক প্রশ্ন। চোটও ভুগিয়েছে বারবার। তবে লিগ জয়ের দৌড়ে গুরুত্বপূর্ণ ম্যাচে জ্বলে উঠলেন আর্লিং হালান্ড। মঙ্গলবার নরওয়ে তারকার জোড়া লক্ষ্যভেদে ভর করে অ্যাওয়ে ম্যাচে টটেনহ্যামকে হারাল ম্যাঞ্চেস্টার সিটি। সেই সুবাদে ৩৭ ম্যাচে ৮৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষস্থান পুনরুদ্ধার করল পেপ গুয়ার্দিওলা ব্রিগেড। সমসংখ্যক ম্যাচে ৮৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আর্সেনাল। ফলে লিগের শেষ ম্যাচে ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে জিতলেই প্রথম ক্লাব হিসেবে টানা চারবার প্রিমিয়ার লিগ জয়ের নজির গড়বে সিটিজেনরা। তবে ম্যান সিটি পয়েন্ট খোয়ালেই আর্সেনালের কাছে সুযোগ থাকবে শিরোপা জয়ের। লিগের শেষ ম্যাচে গানারদের প্রতিপক্ষ এভার্টন।
এদিকে, লিগ টেবিলে চতুর্থ স্থান পাকা হওয়ার সুবাদে ৪১ বছর পর চ্যাম্পিয়ন্স লিগে খেলার ছাড়পত্র পেল অ্যাস্টন ভিলা। মঙ্গলবার ম্যান সিটির কাছে ম্যাচ হেরে ৩৭ ম্যাচে ৬৩ পয়েন্টে থাকল টটেনহ্যাম। সমসংখ্যক ম্যাচে ভিলার সংগ্রহ ৬৮ পয়েন্ট। দুই দলের বাকি শেষ রাউন্ডের খেলা। তবে সেই ম্যাচ টটেনহ্যাম জিতলেও অ্যাস্টন ভিলাকে টপকে যেতে পারবে না। উল্লেখ্য, ১৯৮৩ সালে শেষবার ইউরোপের সেরা মঞ্চে অংশগ্রহণ করেছিল অ্যাস্টন ভিলা।