নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুরন্ত ফর্মে বরুণ চক্রবর্তী। কলকাতা নাইট রাইডার্সের চিত্তাকর্ষক সাফল্যের পিছনে তাঁর অবদান অনেকটাই। শেষ চার ম্যাচে ঝুলিতে পুরেছেন ১০ উইকেট। সঠিক সময়ে তাঁর ফর্মে ফেরার সুবিধা পাচ্ছে দল। বরুণের দাপটে ধরাশায়ী হচ্ছে প্রতিপক্ষ। দিল্লির বিরুদ্ধে ইডেনে ১৬ রান দিয়ে তুলে নিয়েছিলেন ৩টি উইকেট। বরুণের এই পারফরম্যান্স গড়ে দিয়েছিল জয়ের ভিত। ওয়াংখেড়েতে ২২ রানের বিনিময়ে পেয়েছিলেন ২টি উইকেট। লখনউয়ের বিরুদ্ধেও তাঁর স্পিনের ঝলক দেখা গিয়েছিল। ৩৩ রানে নিয়েছিলেন ৩টি উইকেট। সাফল্যের সেই ধারা অব্যাহত ঘরের মাঠে। শনিবার ইডেনে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৪ ওভারে ১৭ রান দিয়ে ২ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘোরান এই মিস্ট্রি স্পিনার। চলতি আইপিএলে ১২ ম্যাচে ১৮টি উইকেট নিয়ে বেগুনি টুপি জেতার দৌড়ে তৃতীয় স্থানে আছেন বরুণ। প্লে-অফ নিয়ে চিন্তাভাবনাও শুরু করে দিয়েছেন তিনি। আইপিএল ফাইনাল হবে চেন্নাইয়ে। যেটা আবার বরুণের হোমগ্রাউন্ড। তিনি বলেছেন, ‘চিপকে বহু ম্যাচ খেলেছি। ঘরের মাঠ। চেনা পরিবেশে আইপিএল ফাইনাল খেলার সুযোগ পেলে সেরাটা মেলে ধরতে সুবিধা হবে।’
ভারতীয় স্পিনারটিকে প্রশংসায় ভরালেন অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা পেসার ব্রেট লি। তিনি বলেছেন, ‘দুর্দান্ত বল করছে বরুণ। ও এমন জায়গায় বল ফেলছে, যেখানে শট খেলার ঝুঁকি নিতে পারছে না ব্যাটসম্যানরা। ওর বোলিংয়ের বিরুদ্ধে ক্রস ব্যাট শটে সাফল্য পাওয়া কঠিন।’