প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা। ... বিশদ
লালবাজার এলাকার শ্রমিক ঠিকাদার পুজোর আগে দিনহাটার একটি ইটভাটায় নিয়ে যাওয়ার জন্য দু’জন শ্রমিককে অগ্রিম টাকা দেন। কিন্তু পরবর্তীতে ওই দু’জন ইটভাটায় যাননি। অগ্রিম দেওয়া টাকা নিতে ওই ঠিকাদার শ্রমিকদের বাড়িতে এনে আটকে রাখেন বলে অভিযোগ। শ্রমিকের পরিবার থানায় অভিযোগ জানালে মঙ্গলবার রাতে ঠিকাদারের বাড়িতে ও পঞ্চায়েত সদস্যর বাড়িতে যায় পুলিস। এ বিষয়ে পঞ্চায়েত সদস্য মফিজুল মিয়াঁ অভিযোগ করেন, আমি এলাকায় পঞ্চায়েত সদস্য তাই এ বিষয়ে তাঁরা আমার কাছে সালিশির জন্য আসেন। আমি রাতে বাড়ি ছিলাম না। রাত দেড়টা নাগাদ আমার ছেলেকে পুলিস থানায় নিয়ে যায়।
যদিও এবিষয়ে শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হোড়ো জানিয়েছেন, জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছিল। পরে ছেড়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে তৃণমূলের শীতলকুচি ব্লক সভাপতি তপনকুমার গুহ বলেন, সালিশি সভায় যাওয়ার বিষয়ে নেতা-কর্মীদের বারণ করা রয়েছে। দলীয়ভাবে কোনও পথ অবরোধ হয়নি। কিছু গ্রামবাসী অবরোধ করেছিলেন। ভুল বোঝাবুঝির জন্য এরকম হয়েছে। আমি পৌঁছে অবরোধ তুলে দিয়েছি।