প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা। ... বিশদ
এদিন রোড শো উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। তৃণমূলের দলীয় পতাকা, বেলুন ছাড়াও ছিল আদিবাসী নৃত্যু, মহিলা ঢাক, ব্যান্ডের ব্যবস্থা। এদিন দুপুর থেকেই রাস্তার দু’পাশে, বাড়ির ছাদে জড়ো হতে শুরু করেন মানুষ। নিয়ন্ত্রণ করা হয়েছিল শহরের যান চলাচল। ছিল পর্যাপ্ত পুলিসি ব্যবস্থা। এদিন রোড শো শুরু হওয়ার পর রাস্তার দু’পাশে দাঁড়িয়ে থাকা মানুষের মধ্যে হুড়াহুড়ি পড়ে যায়। সেই সময় দেবের গাড়িকে এগিয়ে নিয়ে যেতে কার্যত হিমশিম খেতে হয় পুলিসকে। যদিও পরে তৃণমূল কর্মী ও পুলিসের তৎপরতায় দেবের গাড়ি সামনে এগয়।
এদিকে, গঙ্গারামপুর মোড় থেকে দেবের গাড়ি যত এগিয়েছে, রাস্তায় মানুষের ঢল নেমেছে তত। অধিকাংশ মানুষকে দেবের ছবি মোবাইলবন্দি করতে দেখা যায়। তবে এদিন মানুষের ভিড়ের কারণে লকগেট মোড়ে দেবের রোড শো শেষ হয়। এদিন এই রোড শোয়ে কর্মীদের উপস্থিতি দেখে তৃণমূল নেতৃত্বের প্রশ্ন, এরপরেও কি বলতে হবে উলুবেড়িয়ার ফল কি হবে?