বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

দলগাঁও চা বাগানে চিতাবাঘের হামলায় গুরুতর জখম মহিলা

সংবাদদাতা, আলিপুরদুয়ার ও ফালাকাটা: চা বাগানে পাতা তোলার সময় অতর্কিতে চিতাবাঘের হামলা। বুধবার ফালাকাটার দলগাঁও চা বাগানের এমন ঘটনায় এক মহিলা শ্রমিক গুরুতর জখম হন। বনদপ্তর জানিয়েছে, জখম মহিলা শ্রমিকের নাম রীতা ইন্দোয়ার। সকাল সাড়ে ৯টা নাগাদ বাগানের মীরা লাইনের ৪ নম্বর সেকশনে চিতাবাঘ শ্রমিকের উপর হামলা করে। জখম মহিলাকে দ্রুত বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, চিতাবাঘটি মহিলা শ্রমিকের বুকে, হাতে ও পিঠে থাবা বসায়। মহিলার চোখের কোণেও চিতাবাঘের আঁচর পড়েছে। বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, জখম মহিলা শ্রমিকের শারীরিক অবস্থা স্থিতিশীল।
বনদপ্তরের সীমানা হিসাবে দলগাঁও চা বাগানটির অর্ধেক অংশ করে জলদাপাড়ার মাদারিহাট এবং জলপাইগুড়ি দলগাঁও রেঞ্জের মধ্যে পড়েছে। এদিন চিতাবাঘ হামলার ঘটনাটি ঘটে মাদারিহাট রেঞ্জ এলাকায়। খবর পেয়ে জখম মহিলার চিকিৎসার তদারকি করতে এদিন বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে যান মাদারিহাটের রেঞ্জার শুভাশিস রায়।
বনদপ্তর সূত্রে খবর, এদিন সহকর্মীদের সঙ্গে চা পাতা তুলছিলেন রীতাদেবী। আচমকা বাগানের ঝোঁপ থেকে একটি চিতাবাঘ রীতাদেবীর ঘাড়ে লাফ দেয়। কিছু বোঝার আগেই চিতাবাঘটি ওই মহিলার মুখে, পিঠে ও হাতে থাবা বসিয়ে দেয়। চোখের কোণেও চিতাবাঘের আঁচড় লাগে। মাত্র কয়েক সেকেন্ডের ঘটনা। হামলা চালিয়ে চিতাবাঘটি ফের বাগানের ঝোঁপে পালিয়ে যায়। জলদাপাড়া জাতীয় উদ্যানের ডিএফও প্রবীণ কাসোয়ান বলেন, জখম মহিলার অবস্থা স্থিতিশীল। বনদপ্তর মহিলার চিকিৎসার খরচ বহন করবে। চিতাবাঘ ধরতে  প্রয়োজনে ওই বাগানে খাঁচা বসানো হবে।
10h 10m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হস্তশিল্পীদের প্রতিভার স্বীকৃতি ও সুনাম। আর্থিক ঝুঁকি নেওয়ায় বিরত হন। কর্ম বিষয়ে সুখবর পেতে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৬.৩৮ টাকা৮৮.১২ টাকা
পাউন্ড১০৯.৬০ টাকা১১৩.৪০ টাকা
ইউরো৯০.৮৬ টাকা৯৪.২৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা