বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

চাঁচলের প্রণবানন্দ পল্লিতে শুরু ভারত সেবাশ্রম সঙ্ঘের ধর্ম সম্মেলন, মহোৎসব

উজির আলি, চাঁচল: খোলা আকাশের নীচে ঘন জঙ্গলে ঘেরা এলাকায় পথ চলা শুরু। ঠিকানা বলতে ছিল এক চিলতে ঘর। প্রায় ৩৮ বছর পর মালদহের চাঁচল সদরের প্রণবানন্দপল্লীতে ভারত সেবাশ্রম সঙ্ঘের এখন বিশাল দালান।
বুধবার থেকে সেখানে শুরু হয়েছে দু’দিনের ৩৯ তম বার্ষিক ধর্ম সম্মেলন, মহোৎসব ও বৈদিক বিশ্বশান্তি যজ্ঞ। এদিন প্রদীপ প্রজ্বলন ও বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে বার্ষিক ধর্ম সম্মেলনের সূচনা করেন সঙ্ঘের সহসভাপতি শ্রীমৎস্বামী বিশ্ব প্রেমানন্দজী মহারাজ। সঙ্ঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দজী গুরু মহারাজের পুজো ও আরতির পর মহা প্রসাদ বিতরণ হয়। সান্ধ্যকালীন পর্বে ধর্ম সম্মেলন ও ভক্তিমূলক অনুষ্ঠান চলে।
আজ, বৃহস্পতিবার প্রভাতকালে ভক্তদের দীক্ষা প্রদান করবেন প্রেমানন্দজী মহারাজ। ১০৮ টি কলস নিয়ে চাঁচল সদরে শোভাযাত্রা করবে আশ্রম। সেই কলসি ভর্তি জল দিয়ে গুরু মহারাজের মহা অভিষেক করবেন ভক্তরা। দুপুরেই রয়েছে মহা অন্যকূট ভোগ ও নরনারায়ণ সেবা। সেখানে ২৫ হাজার ভক্তের প্রসাদের আয়োজন করে সঙ্ঘ। সবশেষে বৈদিক বিশ্ব শান্তি যজ্ঞ করবেন সঙ্ঘের বিভিন্ন শাখার সন্ন্যাসীরা। 
চাঁচলে সঙ্ঘের প্রতিষ্ঠা ১৯৮৭ সালে। ২০০৪ সালে দালান নির্মিত হয়। বর্তমানে সেখানে ২৫ জন অনাথ বালক আশ্রিত। তাদের পঠনপাঠন করানো হয়। আশ্রমের ঘরের সংখ্যা শতাধিক। সেখানে রয়েছে বিষ্ণু মন্দির, শিব মন্দির ও কালী মন্দির। সঙ্ঘের চাঁচল শাখার অধ্যক্ষ স্বামী ঋতমানন্দজী মহারাজ বলেন, এখানে যখন এসেছিলাম, চারিদিক জঙ্গলে ঢাকা ছিল। তিলে তিলে এই আশ্রম গড়ে তোলা হয়েছে। প্রান্তিক এলাকার মানুষের জন্য এখানে হাসপাতাল, প্যাথলজি সেন্টার ও স্কুল গড়ে তোলা হবে। সঙ্ঘের সংকল্পই হল মানুষের সেবা করা। 
11h 11m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হস্তশিল্পীদের প্রতিভার স্বীকৃতি ও সুনাম। আর্থিক ঝুঁকি নেওয়ায় বিরত হন। কর্ম বিষয়ে সুখবর পেতে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৬.৩৮ টাকা৮৮.১২ টাকা
পাউন্ড১০৯.৬০ টাকা১১৩.৪০ টাকা
ইউরো৯০.৮৬ টাকা৯৪.২৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা