বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

শহরের উন্নয়ন নিয়ে তরজা বোর্ড মিটিংয়ে, ওয়াকআউট বামেদের

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: সিপিএম কাউন্সিলারদের তোলা প্রশ্ন নিয়ে পরিসংখ্যানের ভিত্তিতে জবাব দেন মেয়র গৌতম দেব। এক্ষেত্রে তাঁর হাতিয়ার বামফ্রন্ট পরিচালিত বিগত বোর্ডের ব্যর্থতা ও তৃণমূল কংগ্রেস শাসিত বর্তমান বোর্ডের সাফল্য। বুধবার বোর্ড মিটিংয়ে এনিয়ে কার্যত ক্ষুব্ধ হয়ে ওঠেন সিপিএম কাউন্সিলাররা। তাঁরা মাঝপথে সভা থেকে ওয়াকআউট করেন। তৃণমূল অবশ্য বিষয়টি গুরুত্ব দিতে নারাজ। তাদের বক্তব্য, মেয়রের যুক্তির কাছে কার্যত নাস্তানাবুদ হয়েই ওরা সভা ছেড়েছে। 
এদিন বেলা ১টা নাগাদ বোর্ড মিটিং শুরু হয়। প্রথমেই সিপিএম কাউন্সিলার দীপ্ত কর্মকার পুরসভার ঋণের পরিমাণ জানতে চান। জবাবে মেয়র বিগত বামফ্রন্ট বোর্ডের এবং বর্তমান বোর্ডের ঋণের পরিসংখ্যান তুলে ধরেন। মেয়র বলেন, পরিকাঠামো উন্নয়নের জন্য পুর ও নগরোন্নয়ন দপ্তরের একটি সংস্থার কাছ প্রায় ১২ কোটি ৮৭ লক্ষ টাকা ঋণ নেওয়া হয়েছে। যারমধ্যে প্রায় ২ কোটি ৩৭ লক্ষ টাকা মেটানো হয়েছে। এখন ঋণের পরিমাণ প্রায় ৯ কোটি ৮৯ লক্ষ ৪৯ হাজার টাকা। 
এরপর সভায় ভবন নির্মাণের কমপ্লিকেশন সার্টিফিকেট প্রদানের বিষয়ে প্রশ্ন করেন সিপিএম কাউন্সিলার মুন্সি নুরুল ইসলাম। প্রশ্নের উত্তর দিতে গিয়েও বামফ্রন্ট জমানার খতিয়ান তুলে ধরেন মেয়র। বলেন, বামফ্রন্ট জমানাতে ক’টা ভবনের কমল্পিকেশন সার্টিফিকেট পুরসভা থেকে দেওয়া হয়েছে। সেটা কারও জানা নেই। কিন্তু আমরা কমপ্লিকেশন সার্টিফিকেট নেওয়া বধ্যতামূলক করেছি। ইতিমধ্যে এ ব্যাপারে মেয়র পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। যারা ভবন তৈরির পর ওই সার্টিফিকেট না নেবেন তাঁদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে। 
এভাবেই সময় গড়িয়ে যায়। বেলা ২টো নাগাদ সিপিএম কাউন্সিলার নুরুল সাহেব নদী থেকে বালি-পাথর তোলা বন্ধ থাকায় শহরের উন্নয়নমূলক কাজকর্ম থমকে রয়েছে বলে প্রশ্ন করেন। এই প্রেক্ষিতে উন্নয়ন বন্ধ নেই বলে দাবি করেন মেয়র। তিনি একগুচ্ছ নির্মীয়মাণ প্রকল্পের ফিরিস্তি তুলে ধরেন। তখনই নরুল সাহেবরা বলেন, এখানে আর থেকে লাভ নেই। কারণ প্রশ্ন করছি এক। উত্তর আসছে আরএক। একথা বলেই বেলা আড়াইটে নাগাদ তিন কাউন্সিলারকে নিয়ে সভা থেকে বেরিয়ে যান নুরুল সাহেব। 
পাল্টা মেয়র বলেন, প্রশ্ন করলে উত্তর শোনার জন্য ধৈর্য্য রাখতে হবে। আপনাদের ধৈর্য্য নেই। কাজেই আপনারা চলে গেলে কিছু ক্ষতি হবে না। এরপর পরিসংখ্যান দিয়ে মেয়র বলেন, আমরা পুরবোর্ড পরিচালনার দায়িত্ব পাওয়ার পর ২১০ কোটি ৩০ লক্ষ টাকার উন্নয়নমূলক কাজকর্ম করেছি। যারমধ্যে পেমন্ট করা হয়েছে ১৫৭ কোটি ৫৭ লক্ষ টাকা। বিল বাকি আছে প্রায় ৫৩ কোটি টাকা। এরমধ্যে বিগত বোর্ডের বকেয়া বিলের পরিমাণ প্রায় ১৬ কোটি ২১ লক্ষ টাকা। 
সিপিএম ওয়াকআউট করলেও সভা চলে। এরপর বিরোধী দলনেতা বিজেপির অমিত জৈন অভিযোগ করেন, বসতবাড়িকে সুকৌশলে বাণিজ্যিক ভবনে পরিণত করা হচ্ছে। একটি ভবনে তো লিফ্টও বসানো হয়েছে। এটা কীভাবে সম্ভব? আর শিলিগুড়ি কমার্স কলেজকে কাওয়াখালিতে স্থানান্তর করা ঠিক হচ্ছে না। জবাবে মেয়র বলেন, পুরসভার অনুমোদন ছাড়া কোনও ব্যক্তি বসতবাড়ি বাণিজ্যিক ভবনে পরিণত করতে পারবেন না। এ ব্যাপারে অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর শিলিগুড়ি কর্মাস কলেজ নিজস্ব জায়গা পাচ্ছে। সেখানে ওদের নিজস্ব ভবন হবে। এতে আপত্তির কিছু নেই।  নিজস্ব চিত্র।
11h 11m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হস্তশিল্পীদের প্রতিভার স্বীকৃতি ও সুনাম। আর্থিক ঝুঁকি নেওয়ায় বিরত হন। কর্ম বিষয়ে সুখবর পেতে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৬.৩৮ টাকা৮৮.১২ টাকা
পাউন্ড১০৯.৬০ টাকা১১৩.৪০ টাকা
ইউরো৯০.৮৬ টাকা৯৪.২৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা