উত্তরবঙ্গ

দোকান থেকে ১০টি শাড়ি চুরি করে চম্পট ‘মহিলা বাহিনী’র

সংবাদদাতা, ময়নাগুড়ি: বিয়ের মরশুমে বেনারসি শাড়ি বরাবরই হিট। সে কনেই পরুক বা অতিথিরা। কিন্তু, পকেটে টান থাকলে সেই শখ পূরণ হবে কি করে। অগত্যা দোকানে ঢুকে চুরি! মঙ্গলবার দিনেদুপুরে শাড়ির দোকান থেকে খান দশেক বেনারসি চুরি করে নিয়ে গেল জনা কয়েক মহিলা। যা নিয়ে শোরগোল পড়ে যায় ময়নাগুড়ি শহরে। একজনকে আটক করেছে পুলিস। যদিও দোকানিদের চোখে ধুলো দিয়ে শখের শাড়ি নিয়ে চম্পট দিয়েছে পাঁচ মহিলা। আটক করা এক মহিলাকে জিজ্ঞাসাবাদ করে ওই পাঁচজনকে খুঁজছে ময়নাগুড়ি থানার পুলিস। বিয়ের মরশুমে শাড়ি চুরি যাওয়ায় মাথায় হাত পড়েছে ব্যবসায়ী রুমা ঘোষের।  
মঙ্গলবার দুপুরে ময়নাগুড়ি বাজারের রুমা ঘোষের দোকানে তিনজন মহিলা বিয়ের শাড়ি দেখার জন্য আসে। তারা এসে বলে, বাড়িতে বিয়ে রয়েছে। বেনারসি শাড়ি দেখান। ক্রেতাদের কথামতো রুমা ঘোষ শাড়ি দেখাতে শুরু করেন। সেই সময় দোকানে আরও তিনজন মহিলা আসেন। তারা বাচ্চাদের জামা কাপড় দেখাতে বলে। যদিও আগের তিন মহিলা দাঁড়িয়েই ছিলেন। পরবর্তীতে দোকান মালিক দেখেন, দুটি গ্রুপের মহিলা একে অপরের সঙ্গে ফিসফিস করে কথা বলছে। কিছুক্ষণ পর প্রথমে দোকানে আসা তিনজন মহিলা হঠাত্ই বেরিয়ে যায়। আপনারা কেন চলে যাচ্ছেন, এই প্রশ্ন করলেও তারা কোনও জবাব না দিয়েই জোরে জোরে হাঁটতে থাকে।  রুমাদেবীর সন্দেহ হওয়া তিনি ফের ওই মহিলাদের পিছন থেকে ডাকেন। কিন্তু তারা না থামায় দোকান মালিক চিত্কার করলে সামনে থাকা পুলিস কর্মী এক মহিলাকে ধরে ফেলেন। এই ঘটনার মধ্যেই দোকানে থাকা দ্বিতীয় গ্রুপটি পালিয়ে যায়।
রুমা বলেন, ঘটনার পর দোকানে এসে দেখি,দশটি বেনারসি শাড়ি চুরি গিয়েছে। একজনকে আমি নিজে ধরেছি। যদিও ট্রাফিক মোড়ে পুলিস ছিল। ময়নাগুড়ি থানার পুলিস জানিয়েছে, একজনকে আটক করে ঘটনার তদন্ত চলছে। 
15h 15m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও কাজকর্মে সকালের দিকে বিশেষ উন্নতির যোগ। বিকেলের দিকে অবশ্য কিছু বাধা আসতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৩ টাকা৮৫.৫৭ টাকা
পাউন্ড১০৫.২২ টাকা১০৮.৯৬ টাকা
ইউরো৮৭.১৫ টাকা৯০.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা