উত্তরবঙ্গ

সান্দাকফু বেড়াতে গিয়ে রহস্যজনক মৃত্যু দমদমের তরুণীর

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: সহকর্মীদের সাথে বেড়াতে এসেছিলেন পাহাড়ে। হৈ হৈ করে কাটছিল তাঁদের দিনগুলো। কিন্তু সব আনন্দই যে মুহূর্তে বিষাদে পরিবর্তিত হবে তা বোধহয় কেউ স্বপ্নেও ভাবেননি। গতকাল মঙ্গলবার সান্দাকফু বেড়াতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বছর ২৮-এর এক তরুণী পর্যটক। মৃতার নাম অঙ্কিতা ঘোষ। বাড়ি উত্তর ২৪ পরগনার দমদমে। মৃত্যুর খবর জানানো হলেও কীভাবে তাঁর মৃত্যু হয়েছে তা নিয়ে রহস্য দানা বেঁধেছে।
পুলিস জানিয়েছে, গতকালই দার্জিলিং থেকে অঙ্কিতারা সান্দাকফু গিয়েছিলেন। সেখানেই রাতে তাঁর মৃত্যু হয়। তাঁর এই আকস্মিক মৃত্যুর ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রজু করেছে পুলিস। পরিবার সূত্রে খবর, শনিবার অঙ্কিতা কলকাতা থেকে উত্তরবঙ্গের উদ্দেশে রওনা দিয়েছিল। এরপর রবিবার সে এনজিপি হয়ে দার্জিলিং পৌঁছায়। গতকাল মঙ্গলবার সান্দাকফুর উদ্দেশে রওনা দেয়।
অঙ্কিতার বাবা অমিত ঘোষ জনিয়েছেন, মঙ্গলবার রাতে তাঁকে ফোন করে বলা হয়, মেয়ে বাথরুমে পড়ে গিয়ে নাক থেকে রক্ত বের হচ্ছে। তাঁকে হাসপাতালে নিয়ে যাচ্ছেন সঙ্গীরা। পরে ফের ফোন করে শোনানো হয় মৃত্যু সংবাদ। পরিবার সূত্রে খবর, তরুণীর দেহের ময়না তদন্তের পর তা কলকাতায় ফেরানো হবে। গোটা ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
উল্লেখ্য, এই নিয়ে অল্পকিছুদিনের মধ্যে পাহাড়ে বেড়াতে এসে বেশ কয়েকজন পর্যটকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল। গত মাসেই এই সান্দাকফু ঘুরতে এসে মৃত্যু হয়েছিল কলকাতার অপর এক পর্যটকের। জানা গিয়েছিল, শ্বাসকষ্টজনিত কারণেই তাঁর মৃত্যু হয়েছিল। তারপর থেকে বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়া হলেও ফের এক পর্যটকের মৃত্যু হওয়ায় নিয়ম মানা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। শুরু হয়েছে তদন্ত। অসুস্থতার জেরে মৃত্যু নাকি আত্মহত্যা নাকি কেউ তাঁকে খুন করেছে,গোটা বিষয়টাই খতিয়ে দেখছে পুলিস।
 
23h 23m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পুরনো সঞ্চয় ও শেয়ার প্রভৃতি ক্ষেত্র থেকে অর্থ লাভের যোগ প্রবল। মানসিক অস্থিরতা থাকবে। সন্তানের...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৮ টাকা৮৫.৬২ টাকা
পাউন্ড১০৫.৩৯ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৭.২৫ টাকা৯০.৬০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা