বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে ইমপিচমেন্ট-প্রস্তাব বিরোধী শিবিরের

সিওল: গদি বাঁচাতে দেশে জরুরি অবস্থা জারি করেছিলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন শুক ইওল। যদিও চাপের মুখে তা প্রত্যাহারও করে নিয়েছেন তিনি। এই ঘটনাক্রমের ২৪ ঘণ্টাও কাটল না। তার আগেই ইওলকে প্রেসিডেন্ট পদ থেকে সরাতে ইমপিচমেন্ট প্রস্তাব আনল বিরোধীরা। বিরোধী ডেমোক্র্যাটিক পার্টির (ডিপি) অন্যতম নেতা কিম ইয়ং মিন বলেন, ‘আমরা প্রেসিডেন্টের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব জমা দিয়েছি।’ সূত্রের খবর, শুক্রবার এই নিয়ে আলোচনা হতে পারে। দক্ষিণ কোরিয়ার সংসদে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে বিরোধীদের। তাই ইওলকে সরাতে কোনও সমস্যাই হবে না। সেক্ষেত্রে প্রধানমন্ত্রী হান ডুক-সু প্রেসিডেন্টের দায়িত্ব সামলাবেন।  
গত আগস্টেই সাধারণ নির্বাচন হয়েছে দক্ষিণ কোরিয়ায়। প্রেসিডেন্ট হয়েছেন ইওল। ৩০০ আসনের ন্যাশনাল অ্যাসেম্বলিতে ইওলের দলের পিপলস পাওয়ার পার্টির সদস্য রয়েছে ১০৮ জন। বাকি ১৯২টি আসনই বিরোধীদের দখলে। আগামী বছরের বাজেট নিয়ে ইওলের দলের সঙ্গে বিরোধী ডেমোক্র্যাটিক পার্টির বিরোধ চলছে। এই অবস্থায় সবাইকে অবাক করে মঙ্গলবার দেশে জরুরি সামরিক আইন জারি করেন প্রেসিডেন্ট। তাঁর যুক্তি ছিল উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উনের মদতে ক্ষমতা দখলের ছক কষছে বিরোধীরা। তাই এই পদক্ষেপ। তিনি বলেন, উদারপন্থী দক্ষিণ কোরিয়াকে উত্তর কোরিয়ার কমিউনিস্ট বাহিনীর আগ্রাসন থেকে সুরক্ষা দিতে এবং রাষ্ট্রবিরোধী শক্তিকে নির্মূল করতে আমি জরুরি ভিত্তিতে সামরিক আইন জারি করছি। তবে বিরোধী এবং জনগনের তা প্রত্যাহার করতে বাধ্য হন তিনি। 
তবে রাষ্ট্রের এতবড় সন্ধিক্ষণেও নির্বিকার দক্ষিণ কোরিয়ার সাধারণ মানুষ। বুধবার স্বাভাবিক ছিল সিওল। অফিস কাছারি, স্কুল, কলেজ খুলেছে অন্যদিনের মতোই। হাজিরাও ছিল স্বাভাবিক। দোকান-বাজারেও অন্যদিনের মতো ব্যস্ততা চোখে পড়েছে। ৯০ লক্ষ জনগনের বসবাস সিওলে। সকাল থেকেই অফিস যাওয়ার ব্যস্ততা চোখে পড়ে। ট্রেনে ভিড় ছিল আর পাঁচটা দিনের মতোই।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মাতৃকুল থেকে সম্পত্তি প্রাপ্তির যোগ। ডাক্তার, আইনজীবী, প্রমুখের পেশার প্রসার, সুনাম ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৯৮ টাকা৮৭.০৭ টাকা
পাউন্ড১০৫.০৯ টাকা১০৮.০০ টাকা
ইউরো৮৮.৭০ টাকা৯১.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা