বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য

১০ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ভুয়ো ডিগ্রি বিক্রির অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: টাকা দিলেই মিলছে পিএইচডি ডিগ্রি। তৈরি হচ্ছে একের পর এক জাল সার্টিফিকেট। দেশের ১০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে অভিযোগ পেয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। বুধবার রাজ্যসভায় লিখিতভাবে এই কথা জানিয়েছে শিক্ষামন্ত্রক। পাশাপাশি অভিযোগ ওঠা ওই ১০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নামও প্রকাশ করা হয়েছে। তাৎপর্যপূর্ণ বিষয় হল, অভিযুক্ত বেসরকারি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে ন’টিই বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে অবস্থিত। স্বাভাবিকভাবেই জাল পিএইচডি ডিগ্রি বিক্রি নিয়ে উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। 
এদিন রাজ্যসভায় শিক্ষা রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদার লিখিতভাবে জানিয়েছেন যে, এই ব্যাপারে ইতিমধ্যেই তদন্ত হয়েছে। সেইমতো পদক্ষেপও করা হয়েছে। বুধবার রাজ্যসভায় এই সংক্রান্ত লিখিত প্রশ্ন করেন কংগ্রেস সাংসদ ইমরান প্রতাপগড়ি। জবাবে কেন্দ্রীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী অভিযুক্ত ১০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে পাঁচটিই বিজেপি শাসিত রাজস্থানের। তালিকায় রয়েছে আর এক বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশের দু’টি বেসরকারি বিশ্ববিদ্যালয়। এছাড়া ‘ডাবল-ইঞ্জিন’ রাজ্য মধ্যপ্রদেশ এবং উত্তরাখণ্ডের একটি করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধেও জাল পিএইচডি সার্টিফিকেট বিক্রির অভিযোগ উঠেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ঝাড়খণ্ডের একটি বেসরকারি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের নামও। সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনের (সিভিসি) মাধ্যমেই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এইসব গুরুতর অভিযোগ পেয়েছে বলে জানিয়েছে শিক্ষামন্ত্রক। 
এদিন রাজ্যসভায় লিখিতভাবে শিক্ষামন্ত্রক জানিয়েছে, প্রতি ক্ষেত্রে অভিযোগ পেয়ে সংশ্লিষ্ট রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছিল যাতে তারা যথাযথ তদন্ত করে ব্যবস্থা নেয়। কারণ ইউজিসির নির্দেশিকা পালন করলেও বেসরকারি বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট রাজ্যগুলির আইনের আওতাভুক্ত। সেই তদন্তের পর মধ্যপ্রদেশ এবং উত্তরাখণ্ড সরকার তাদের রাজ্যের দু’টি বেসরকারি বিশ্ববিদ্যালয়কে উল্লিখিত অভিযোগ থেকে রেহাই দিয়েছে। রাজস্থান সরকার তার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়কে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে ছাত্র ভর্তির উপর নিষেধাজ্ঞা জারি করেছে। ওই বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ইউজিসিও। ২০২৩ সালের ডিসেম্বর থেকেই রাজস্থানের ওই বেসরকারি বিশ্ববিদ্যালয়কে কোনও পিএইচডি স্কলারের ভর্তি নিতে বারণ করেছে ইউজিসি। যদিও জাল পিএইচডি ডিগ্রির অভিযোগ ওঠা বাকি 
সাতটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ইউজিসি কিংবা সংশ্লিষ্ট রাজ্য সরকার কী পদক্ষেপ করেছে, তার কোনও উল্লেখ এদিনের লিখিত জবাবে নেই।
1Month ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক ক্ষেত্রে বহু প্রচেষ্টার পর শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা। সন্তানের কর্ম উন্নতিতে আনন্দ লাভ। অর্থকর্মে শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৩.৬৮ টাকা১০৭.৩৮ টাকা
ইউরো৮৭.৬০ টাকা৯০.৯৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা