বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

নিয়মিত খেলে লিভার ও কিডনির সমস্যা ধূলাগড়ে উদ্ধার বিপুল পরিমাণ নিষিদ্ধ চীনা রসুন

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: গোপন সূত্রে খবর পেয়ে বুধবার দুপুরে ধূলাগড় ট্রাক টার্মিনালের একটি গোডাউনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ চীনা রসুন বাজেয়াপ্ত করেছে সাঁকরাইল থানার পুলিস। গ্রেপ্তার করা হয়েছে গোডাউনের ম্যানেজার উপেন্দ্র যাদবকে। আড়াইশোর বেশি চীনা রসুন ভর্তি  বস্তা বাজেয়াপ্ত করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় ৮ লক্ষ টাকা। গোডাউনের মালিকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিস। 
ধূলাগড় ট্রাক টার্মিনালের একটি গোডাউনে বেশ কয়েকদিন ধরে নিষিদ্ধ চীনা রসুন মজুত করা হচ্ছে বলে খবর পায় সাঁকরাইল থানা। তারপর এদিন দুপুর ১২টা নাগাদ সাঁকরাইল থানার একটি বিশেষ দল ওই গোডাউনে হানা দেয়। বাজেয়াপ্ত করা হয়েছে ২৫৪ বস্তা নিষিদ্ধ চীনা রসুন। এক-একটি বস্তার ওজন প্রায় ১৮ কেজি। সেখান থেকেই হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে ম্যানেজারকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পুলিসকে জানিয়েছেন, কখনও হিমাচলপ্রদেশ কখনও আবার উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন এলাকা থেকে এই রসুন আনা হতো। মঙ্গলবার রাতেই এক ট্রাক চীনা রসুন এনে এখানে রাখা হয়েছে। এখান থেকেই নিষিদ্ধ এই রসুন হাওড়া, কলকাতা ও শহরতলির বিভিন্ন বাজারে পাঠানোর কথা ছিল। বেশ কয়েক বছর ধরেই চলছে এই কারবার। হাওড়া সিটি পুলিসের এক কর্তা বলেন, ‘চোরাপথে খুব কম দামে এই রসুন এনে চড়া দামে বাজারগুলিতে ছড়িয়ে দেওয়া হতো। অরবিন্দ জয়সওয়াল নামে এক ব্যবসায়ী এই রসুন মজুত করেছিলেন। তাঁর খোঁজ চলছে।’
এদিকে, শহরের ছোট-বড় বাজারগুলি যেভাবে এই নিষিদ্ধ রসুনে ছেয়ে গিয়েছে, তাতে রীতিমতো উদ্বিগ্ন প্রশাসনিক কর্তারা। জানা গিয়েছে, মিথাইল ব্রোমাইড নামে এক ধরনের ক্ষতিকারক রাসায়নিক ব্যবহার করার ফলে ২০১৪ সালে এই চীনা রসুন আমদানি বন্ধ করে ভারত সরকার। নিষেধাজ্ঞা জারির পরেও বিহার, উত্তরপ্রদেশ এবং উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে চোরাপথে এই রসুন ঢুকছে। গত কয়েক বছরে পশ্চিমবঙ্গেও এই রসুনের চোরাচালান বেড়েছে। ভারতীয় রসুনের গুণগত মান ও দাম—দু’টিই বেশি থাকার কারণে জলের দরে ক্ষতিকারক চীনা রসুন বাজারে ঢুকছে। এরপর খুচরো বাজারে এই রসুনের দামই অনেকটা বাড়িয়ে দেওয়া হচ্ছে। সাদা ধবধবে রং, বড় বড় কোয়া নজর কাড়লেও স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, চীনা রসুন নিয়মিত খেলে লিভার ও কিডনির নানা সমস্যা দেখা দিতে পারে। এমনকি স্নায়ুতন্ত্রের উপরেও ক্ষতিকারক প্রভাব ফেলে এই রসুনগুলি। 
1Month ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক ক্ষেত্রে বহু প্রচেষ্টার পর শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা। সন্তানের কর্ম উন্নতিতে আনন্দ লাভ। অর্থকর্মে শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৩.৬৮ টাকা১০৭.৩৮ টাকা
ইউরো৮৭.৬০ টাকা৯০.৯৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা