বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

আবাসের ঘর ফিরিয়ে সংবর্ধিত তৃণমূল কর্মী

সংবাদদাতা, কুমারগ্রাম: বাড়িতে রয়েছে পাকা ঘর। তাই আবাস যোজনার তালিকা থেকে নাম বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বুথ সভাপতি। তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য বিডিও’কে লিখিতভাবে জানিয়েছেন। তিনি কুমারগ্রাম ব্লকের কামাখ্যাগুড়ি-২ গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ কামাখ্যাগুড়ি মৌজার ১৮১ নম্বর বুথের তৃণমূলের প্রাক্তন সভাপতি খগেশ্বর বর্মন। বর্তমানে তিনি দলের একনিষ্ঠ কর্মী। 
এদিকে, খগেশ্বর বর্মনের স্ত্রী নিরবালা বর্মনের নাম বাংলার আবাস যোজনার প্রাপকদের তালিকায় রয়েছে। আবাসের তালিকা থেকে স্ত্রীর নাম বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এতে খুশি এলাকার তৃণমূল নেতা-কর্মীরা। বুধবার খগেশ্বরবাবুর বাড়িতে গিয়ে তাঁকে সংবর্ধনা জানান দলের স্থানীয় নেতা-কর্মীরা। তৃণমূলের পঞ্চায়েতের সদস্য জয়ন্ত বিশ্বাস, তৃণমূল কর্মী সন্তোষ রায়, বিপ্লব বিশ্বাস, প্রদীপ বিশ্বাস এসে খগেশ্বরবাবুকে সংবর্ধনা জানিয়েছেন। 
সন্তোষ রায় বলেন, খগেশ্বর বর্মন আমাদের গর্ব। উনি আমাদের দলের প্রাক্তন বুথ সভাপতি। বাড়িতে পাকা ঘর থাকায় আবাস যোজনার ঘর নেবেন না। তাই আমরা ওঁকে সংবর্ধনা জানালাম। 
তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতি খগেশ্বর বর্মন বলেন, ২০১৮ সালে একবার আবাস যোজনার সার্ভে হয়। সেসময় আমার আর্থিক অবস্থা খারাপ ছিল। তখন পাকা ঘর ছিল না। পরবর্তীতে পাকা ঘর বানাই। স্ত্রীর নাম আবাস যোজনার প্রাপকদের তালিকায় রয়েছে। সার্ভে করতে আসা সরকারি আধিকারিকদের আমি জানিয়ে দিয়েছি, ঘরের প্রয়োজন নেই। এই ঘর অন্য কোনও গরিব পরিবারকে দেওয়া হোক। তাহলেই আমি খুশি হব। বিষয়টি বিডিও’কে লিখিতভাবেও জানিয়েছি। 
তৃণমূলের পঞ্চায়েত সদস্য জয়ন্ত বিশ্বাস বলেন, আমাদের দলের প্রাক্তন বুথ সভাপতি খগেশ্বর বর্মন নজির সৃষ্টি করলেন। আমরা ওঁর জন্য গর্ব বোধ করছি।  নিজস্ব চিত্র।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

গৃহে শুভ অনুষ্ঠানের আয়োজন। সন্তানের আবদার মেটাতে অর্থব্যয় বাড়তে পারে। মনের অস্থিরতা-উত্তেজনা দমন করুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৮ টাকা৮৭.১৭ টাকা
পাউন্ড১০৫.৪২ টাকা১০৮.৩৩ টাকা
ইউরো৮৮.৮৮ টাকা৯১.৫৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা