বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

গদি পেতে ১১ দিন পার বিজেপির, আজ শপথ, সিন্ধের রিটার্ন গিফ্ট! মুখ্যমন্ত্রী ফড়নবিশ

মুম্বই: বিরোধীরা দুরমুশ। বিপুল সংখ্যাগরিষ্ঠতা। তবুও মহারাষ্ট্রের গদি অধরা ছিল বিজেপির। বেঁকে বসেছিলেন গেরুয়া জোটের ‘বিদায়ী’ মুখ্যমন্ত্রী স্বয়ং। ‘অন্তত ছ’মাসের জন্য আমাকে কুর্সিতে রেখে দেওয়া হোক’, নাছোড় আবদার করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে। লাভ হয়নি। আড়াই বছর আগে মুখ্যমন্ত্রিত্বের লোভ দেখিয়েই উদ্ধব থ্যাকারের শিবসেনা থেকে একনাথ সিন্ধেকে ভাঙিয়ে এনেছিলেন বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশ। এবার যে রিটার্ন গিফ্টের পালা! উপ মুখ্যমন্ত্রী ফড়নবিশ হবেন মুখ্যমন্ত্রী। আর মুখ্যমন্ত্রী সিন্ধে নেমে আসবেন উপ মুখ্যমন্ত্রীর আসনে। সেই রিটার্ন গিফ্টের ব্যাপারে সিন্ধেকে রাজি করাতেই ১১ দিন লেগে গেল নরেন্দ্র মোদির দলের। অবশেষে বুধবার যবনিকা পড়ল মহারাষ্ট্রের মহানাটকে। দুপুরে সেই সিন্ধেকে পাশে নিয়েই রাজ্যপালের কাছে আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দাবি জানালেন ফড়নবিশ। সঙ্গে ছিলেন মহাযুতি জোটের অপর শরিক এনসিপির অজিত পাওয়ার। আজ, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় মুম্বইয়ের আজাদ ময়দানে মারাঠাভূমের ৩১তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন ফড়নবিশ। সঙ্গে দুই উপ মুখ্যমন্ত্রী সিন্ধে ও অজিত। দর্শকাসনে উপস্থিত থাকার কথা স্বয়ং প্রধানমন্ত্রীর।
এদিন সিন্ধের অবশ্য ইঙ্গিত, মুখ্যমন্ত্রী পদ পদ্ম পার্টিকে তিনি উপহার হিসেবেই দিয়েছেন। স্বেচ্ছায় সরে এসেছেন মুখ্যমন্ত্রীর দৌড় থেকে। তিনি বলেন, ‘আড়াই বছর আগে মুখ্যমন্ত্রী পদে আমার নাম সুপারিশ করেছিলেন ফড়নবিশ। এখন আমরা তাঁর নাম সুপারিশ করেছি।’ যদিও গত ২৮ নভেম্বর দিল্লিতে অমিত শাহের বাড়িতে মহাযুতি নেতৃত্বের বৈঠকে তাঁর মাথায় এমন ভাবনা ছিল না। জানা গিয়েছে, সেখানে কুর্সি বাঁচানোর প্রবল চেষ্টা করেছিলেন সিন্ধে। এও বলেছিলেন, পূর্ণ সময়ের জন্য না হলেও অন্তত প্রথম ছ’মাস তাঁকে মুখ্যমন্ত্রী পদে রেখে দেওয়া হোক। এমনকী লোকসভা ভোটে মহারাষ্ট্রে ভরাডুবির পর বিজেপি যে এব্যাপারে তাঁকে প্রতিশ্রুতি দিয়েছিল, সেকথাও মনে করিয়ে দেন। কিন্তু ফড়নবিশদের তরফে সাফ বলা হয়, ‘আপনি যদি সংখ্যাগরিষ্ঠতা পেতেন, তাহলে কি মুখ্যমন্ত্রিত্বের দাবি ছেড়ে দিতেন?’ কথা সরেনি সিন্ধের মুখে। বরং সেই বৈঠকের পরদিনই শরীর খারাপের কারণ দেখিয়ে তিনি গ্রামের বাড়ি চলে যান।
এদিন সকালে বিজেপির কোর কমিটির বৈঠকে প্রথমে ফড়নবিশের নামে সিলমোহর পড়ে যায়। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ও গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। বিজেপির পরিষদীয় দলের বৈঠকে ফড়নবিশের নামে ছাড়পত্র ছিল আনুষ্ঠানিকতা মাত্র। রাজ্যপাল সরকার গঠনের দাবিতে সম্মতি দেওয়ামাত্র শুরু হয়ে যায় শপথ অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পাঠানোর কাজ। সেখানে মুখ্যমন্ত্রীর নাম হিসেবে লেখা হয়েছে ‘দেবেন্দ্র সরিতা গঙ্গাধররাও ফড়নবিশ’। মাঝের দু’টি নাম তাঁর মা-বাবার। মহারাষ্ট্রে এই রেওয়াজ নতুন নয়। কিন্তু এই বিজেপি নেতা এবছর বিধানসভা ভোটের হলফনামাতেও নিজের নাম ‘দেবেন্দ্র গঙ্গাধর ফড়নবিশ’ লিখেছিলেন। মন্ত্রী হিসেবে আর কে কে শপথ নেবেন, তা স্পষ্ট হয়নি। আলোচনায় রয়েছে বিজেপির আশিস শেলার, গিরীশ মহাজন, রাহুল নাভরেকর, শিবসেনার উদয় সামন্ত, সঞ্জয় রাঠোর, গুলাবরাও পাতিল এবং এনসিপির দত্তাত্রেও ভারানে, অদিতি টাটকারে এবং ছগন ভুজবলের নাম। সূত্রের খবর, সিন্ধের দলের ভাগ্যে সাকুল্যে জুটতে পারে ১২টি দপ্তর। এনসিপি পেতে পারে ৯-১০টি মন্ত্রিত্ব। সঙ্গে বিধানসভার ডেপুটি স্পিকার পদ।
হাসিমুখে দেবেন্দ্র ফড়নবিশ, একনাথ সিন্ধে, অজিত পাওয়ার। -পিটিআই
1Month ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক ক্ষেত্রে বহু প্রচেষ্টার পর শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা। সন্তানের কর্ম উন্নতিতে আনন্দ লাভ। অর্থকর্মে শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৩.৬৮ টাকা১০৭.৩৮ টাকা
ইউরো৮৭.৬০ টাকা৯০.৯৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা