উত্তরবঙ্গ

আবাস যোজনার সমীক্ষায় সাতদিনে ৩৩ হাজারের বেশি নাম বাদ পড়ল কোচবিহারে

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: সিতাই উপ নির্বাচন শেষ হতেই কোচবিহার জেলায় আবাস যোজনার সমীক্ষার কাজে ঝাঁপিয়ে পড়ে প্রশাসন। সমীক্ষার কাজ শুরু করার পর সাতদিন কেটেছে। আর এই সাতদিনে আবাসের তালিকা থেকে ৩৩ হাজারেরও বেশি আবেদনকারীর নাম বাদ পড়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে। জেলাজুড়ে আবেদনকারী চার লক্ষ মানুষের বাড়ি গিয়ে সমীক্ষা করা হচ্ছে। 
ইতিমধ্যেই ২ লক্ষ ৮০ হাজার বাড়িতে গিয়ে প্রশাসনের তৈরি টিম সমীক্ষার কাজ করে এসেছে। আর সমীক্ষার পরেই জানা গিয়েছে, মোট সমীক্ষা হওয়া আবেদনকারীর ১২ শতাংশ নাম বাদ পড়েছে। অর্থাৎ, ৩৩ হাজারের বেশি নাম বাদ দেওয়া হয়েছে। সমীক্ষক দলের সদস্যরা জমির কাগজপত্র সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখছেন। বেশকিছু আবেদন হোল্ডে রাখা হয়েছে। প্রশাসন জানিয়েছে, সাতদিনের মাথায় কোচবিহারে সমীক্ষার কাজ শেষ হয়েছে ৭২ শতাংশ। আবাস নিয়ে জেলাজুড়ে সমীক্ষা চলার পাশাপাশি উচ্চ পদস্থ আধিকারিকরা সুপার চেকিংয়ে যাচ্ছেন। ৫০ হাজারের বেশি আবেদনকারীর বাড়িতে সুপার চেকিং ইতিমধ্যেই শেষ হয়েছে। 
কোচবিহারের অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) সৌমেন দত্ত মঙ্গলবার বলেন, জেলায় আবাস যোজনার সমীক্ষার লক্ষ্যমাত্রা রয়েছে ৩ লক্ষ ৯১ হাজার। এদিন পর্যন্ত প্রায় তিন লক্ষ বাড়িতে সমীক্ষা হয়ে গিয়েছে। সেই সমীক্ষার পর দেখা গিয়েছে, ১২ শতাংশ নাম বাদ পড়েছে। ৭২ শতাংশের বেশি সমীক্ষার কাজ আমরা শেষ করে ফেলেছি। নির্বাচনী আচরণবিধি উঠে যাওয়ার পর ২৫ নভেম্বর থেকে সমীক্ষা শুরু করা হয়েছিল। আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত এই সমীক্ষা চলবে। সুপার চেকিংও চলছে। যাঁরা অযোগ্য তাঁদের সকলের নাম বাদ যাবে। নতুন করে কারও নাম উঠবে না। 
কোচবিহার জেলায় আবাস যোজনার সমীক্ষার কাজ শুরু হওয়ার পর এখনও পর্যন্ত বেশকিছু জায়গায় সার্ভে টিমকে বাধার মুখে পড়তে হয়েছে। বিক্ষোভ, ধাক্কাধাক্কি, রাস্তা অবরোধ প্রভৃতিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছিল কয়েক জায়গায়। কিন্তু প্রশাসন সেই পরিস্থিতি সামাল দিয়ে সমীক্ষার কাজ চালিয়ে যাচ্ছে। সমীক্ষা শেষ হলে সেই তালিকা গ্রাম সংসদে তোলা হবে। সেখান থেকে অনুমোদিত হলে ব্লক হয়ে তা পৌঁছবে জেলায়। ১৫ ডিসেম্বরের পর সেই তালিকা রাজ্যে পাঠানো হবে। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি ডিসেম্বর মাসেই প্রকৃত উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে অর্থ।
আবাস যোজনার সমীক্ষায় প্রশাসনের আধিকারিকরা। - নিজস্ব চিত্র।
17h 17m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও কাজকর্মে সকালের দিকে বিশেষ উন্নতির যোগ। বিকেলের দিকে অবশ্য কিছু বাধা আসতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৩ টাকা৮৫.৫৭ টাকা
পাউন্ড১০৫.২২ টাকা১০৮.৯৬ টাকা
ইউরো৮৭.১৫ টাকা৯০.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা