উত্তরবঙ্গ

বালুরঘাটে শ্মশানে এবার দুর্গন্ধ ছড়ানোর অভিযোগ 

সংবাদদাতা, পতিরাম: ৩৫ লক্ষ টাকা দিয়ে সংস্কার করেও বালুরঘাটের খিদিরপুর শ্মশানের ইলেকট্রিক চুল্লি নিয়ে বিতর্ক থামছে না। কখনও বিকল হয়ে যাওয়া, আবার কখনও বিকল হয়ে যাওয়ার পর পরিষেবা বন্ধ রাখা। এমন অভিযোগ তো চলছেই। এবার সরব হলেন খিদিরপুরের বাসিন্দারা। ওই চুল্লি থেকে নির্গত ধোঁয়া থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। শুধু তাই নয়, চুল্লি থেকে ছাই নির্গত হচ্ছে।  ওই দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে আশপাশের দু’টি ওয়ার্ডে। তাই ১৬ এবং ১৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা গণস্বাক্ষর করে পুরসভার দ্বারস্থ হয়েছেন। এনিয়ে ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে। বিজেপি ও বামেরাও একযোগে আক্রমণ করেছে বর্তমান পুরবোর্ডকে। যদিও পুরসভা বিরোধীদের পাত্তা দিতে নারাজ। বালুরঘাট পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল বিপুলকান্তি ঘোষ বলেন, ছ’মাস আগে চুল্লি সংস্কার করা হয়েছে। 
এরপর থেকে গড়ে প্রতিদিন পাঁচ-ছ’টি করে শবদাহ হয়। এতদিন কোনও সমস্যা হয়নি। যদি এলাকায় গন্ধ ছড়ায়, তাহলে আমরা অভিযোগ খতিয়ে দেখব। প্রয়োজন হলে টেকনিশিয়ান এনে সংস্কার করব। মাঝেমাঝেই চুল্লি সার্ভিসিং করা হয়। বিরোধীরা বিরোধিতা করবেই। সমস্যা হলে আমরা দেখব। স্থানীয় এক মহিলা রিঙ্কু দত্ত বলেন, এই চুল্লির দুর্গন্ধের কারণে বাড়ির জানালা দরজা খুলতে পারছি না। ছাদে কাপড় মেলতে পারি না। আমরা মাস্ক ব্যবহার করছি। আমরা পুরসভাকে একাধিকবার জানিয়েছি। তবুও কোনও কিছু হচ্ছে না। অন্য এক বাসিন্দা কালী কিঙ্কর চৌধুরী বলেন, সমস্যা দিন দিন বেড়ে চলেছে। আমরা তাই গণস্বাক্ষর সংগ্রহ করছি। অবিলম্বে এই চুল্লি ঠিক না হলে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব। বিরোধীরাও এনিয়ে একযোগে আক্রমণ করেছে পুরবোর্ডকে। আরএসপি কাউন্সিলার প্রবীর দত্ত বলেন, আমরা বহুবার সরব হয়েছি। আমাদের প্রশ্ন এত টাকা দিয়ে সারাই করা হল। এরপরেও কেন দুর্গন্ধ ছড়াবে। বিজেপির টাউন মণ্ডল সভাপতি সমীর প্রসাদ দত্ত বলেন, অবিলম্বে সমস্যার সমাধান না হলে আমরা পুরসভায় তালা ঝোলাব। পুরসভা সূত্রে খবর, তৃণমূলের বিগত বোর্ড ২০১৭ সালে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ফান্ডের ১ কোটি ৮১ লাখ ৫৭ হাজার টাকা খরচ করে ইলেকট্রিক চুল্লি বসায়। ওই চুল্লিটি গত বছর নষ্ট হয়ে যায়। 
১০ মাস ধরে বন্ধ ছিল। অবশেষে বালুরঘাট পুরসভা ৩৫ লক্ষ টাকা খরচ করে গত জুনে সারাই করে। পরবর্তীতে আরও একাধিকবার চুল্লি বন্ধ রেখে সারাই করা হয়। এবার দুর্গন্ধ নিয়ে ফের বিতর্ক শুরু হয়েছে।
18h 18m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও কাজকর্মে সকালের দিকে বিশেষ উন্নতির যোগ। বিকেলের দিকে অবশ্য কিছু বাধা আসতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৩ টাকা৮৫.৫৭ টাকা
পাউন্ড১০৫.২২ টাকা১০৮.৯৬ টাকা
ইউরো৮৭.১৫ টাকা৯০.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা