উত্তরবঙ্গ

প্রশাসনের অনুমোদনের পরও ভবিষ্যৎ ক্রেডিট কার্ড-এ লোন দিচ্ছে না ব্যাঙ্ক

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: রাজ্যের বেকার যুবক-যুবতীদের স্বাবলম্বী করতে ‘ভবিষ্যৎ ক্রেডিট কার্ড’ চালু করেছে রাজ্য। এর মাধ্যমে মাত্র ৪ শতাংশ সুদে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নেওয়ার সুযোগ পাবেন ১৮-৪৫ বছর বয়সিরা। লোনের গ্যারান্টার খোদ রাজ্য সরকার। অভিযোগ, প্রশাসনের তরফে অনুমোদনের পরও ব্যাঙ্ক ‘ভবিষ্যৎ ক্রেডিট কার্ড’-এ লোন দিতে চাইছে না। এনিয়ে মঙ্গলবার ব্যাঙ্কের আধিকারিকদের নিয়ে বৈঠকে চরম অসন্তোষ প্রকাশ করেন জলপাইগুড়ি সদরের মহকুমা শাসক তমোজিৎ চক্রবর্তী। 
অভিযোগ, প্রশাসন স্ক্রুটিনির পর ভবিষ্যৎ ক্রেডিট কার্ডে লোনের জন্য উপভোক্তার নামের তালিকা পাঠালেও বেশকিছু ব্যাঙ্ক তার মধ্যে থেকে বেশিরভাগ নাম বাতিল করে দিচ্ছে। কয়েকটি ব্যাঙ্ক আবার লোনের জন্য উপভোক্তাদের দিনের পর দিন ঘোরাচ্ছে। এনিয়ে প্রশাসনের কাছে অভিযোগ জমা পড়তেই এদিন ব্যাঙ্কের আধিকারিকদের নিজের দপ্তরে বৈঠকে ডাকেন এসডিও। 
রাজ্য সরকার নিজে যেখানে লোনের গ্যারান্টার, সেখানে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের সুবিধা পাইয়ে দিতে ব্যাঙ্কগুলি কেন এমন গড়িমসি করছে, সেব্যাপারে ব্যাঙ্ক আধিকারিকদের কাছে রীতিমতো কৈফিয়ত তলব করেন এসডিও। দ্রুত বকেয়া লোন প্রদানের কাজ শেষ করতে বলেন তিনি। প্রশাসন সূত্রে খবর, ব্যাঙ্কের গড়িমসিতে শিলিগুড়ি মহকুমায় কয়েকশো বেকার যুবক-যুবতী এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। 
বৈঠকের পর ব্যাঙ্কের আধিকারিকরা বিষয়টি নিয়ে মন্তব্য করতে না চাইলেও মহকুমা শাসক বলেন, জলপাইগুড়ি মহকুমায় ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের জন্য এখনও পর্যন্ত ১৮১২টি আবেদন জমা পড়েছে। এরমধ্যে প্রশাসনিক স্তরে স্ক্রুটিনি করে ৩৭৮টি নাম বাদ দেওয়া হয়েছে। ওই প্রকল্পের মাধ্যমে লোন দেওয়ার জন্য ব্যাঙ্কের কাছে ৯৩৬ জনের নাম পাঠানো হয়। কিন্তু দেখা যাচ্ছে, প্রশাসনের অনুমোদন করা তালিকা থেকে ব্যাঙ্ক আবার ২৯৮ জনের নাম বাতিল করে দিয়েছে। ভবিষ্যৎ ক্রেডিট কার্ডে লোন দেওয়ার জন্য ২৩২ জনের নাম চূড়ান্ত করেছে ব্যাঙ্ক। কিন্তু তারমধ্যেও মাত্র ১১৪ জনকে এখনও পর্যন্ত লোন দেওয়া হয়েছে। বাকিদের নানা অছিলায় ঘোরানো হচ্ছে। এদিনের বৈঠকে বিষয়টি নিয়েই ব্যাঙ্ক আধিকারিকদের কাছে কারণ জানতে চাওয়া হয়। পাশাপাশি দ্রুততার সঙ্গে যাতে লোন দেওয়ার কাজ হয়, সেব্যাপারেও জানানো হয়েছে ব্যাঙ্কগুলিকে। 
প্রশাসন সূত্রে খবর, ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের মাধ্যমে ছোটখাট ব্যবসার জন্য ব্যাঙ্ক থেকে লোন নেওয়া যুবক-যুবতীদের উপর যাতে সুদের চাপ না পড়ে, সেজন্য গত ৭ মার্চ থেকে রাজ্য সরকার এই প্রকল্পে ইন্টারেস্ট সাবসিডি স্কিম চালু করেছে। এতে যিনি লোন নিচ্ছেন, তিনি মাত্র ৪ শতাংশ হারে সুদ দেবেন। বাকি সুদ বহন করবে খোদ রাজ্য সরকার। একইসঙ্গে ওই লোনের গ্যারান্টারও রাজ্য। তারপরও ব্যাঙ্কগুলি কেন জলপাইগুড়িতে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডে লোন দিতে টালবাহানা করছে, তা নিয়েই এদিনের বৈঠকে প্রশ্ন তোলেন এসডিও। ব্যাঙ্কের তরফে সহযোগিতার আশ্বাস দেওয়া হয় প্রশাসনকে।
16h 16m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও কাজকর্মে সকালের দিকে বিশেষ উন্নতির যোগ। বিকেলের দিকে অবশ্য কিছু বাধা আসতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৩ টাকা৮৫.৫৭ টাকা
পাউন্ড১০৫.২২ টাকা১০৮.৯৬ টাকা
ইউরো৮৭.১৫ টাকা৯০.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা