উত্তরবঙ্গ

গঙ্গারামপুরে ক্ষুদিরাম মার্কেটে বিপ্লবীর আবক্ষ মূর্তি উন্মোচন

সংবাদদাতা, গঙ্গারামপুর: বিপ্লবী ক্ষুদিরাম বসুর ১৩৫ তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে গঙ্গারামপুরে উন্মোচিত হল তাঁর আবক্ষ মূর্তি। মঙ্গলবার একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে মার্কেটে উন্মোচন হয়েছে বিপ্লবীর মূর্তির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র এবং ক্ষুদিরাম মার্কেটের কর্মকর্তারা।
মূর্তি উন্মোচনের পাশাপাশি পড়ুয়াদের হাতে স্কুলব্যাগ তুলে দেন মার্কেটের সদস্যরা। ৩ ডিসেম্বর বিপ্লবী ক্ষুদিরামের জন্মজয়ন্তী। প্রতিবছর মার্কেটের পক্ষ থেকে দিনটি সাড়ম্বরে পালন করা হয়। গঙ্গারামপুর শহরে অন্যতম পুরনো ও জনপ্রিয় মার্কেট হিসেবে পরিচিত এই মার্কেট। বিপ্লবীর নাম অনুসারে মার্কেটের নাম হওয়ায় দীর্ঘদিন থেকেই তাঁর আবক্ষ মূর্তি স্থাপনের ভাবনা ছিল কর্তৃপক্ষের। বারাণসী থেকে বিশেষ ধরনের পাথর দিয়ে মূর্তিটি বানিয়ে নিয়ে আসা হয়েছে। গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র বলেন,  ক্ষুদিরাম মার্কেট কর্তৃপক্ষ বিপ্লবীর আবক্ষ মূর্তি স্থাপনের প্রস্তাব নিয়ে এসেছিল। এত ভালো উদ্যোগ নেওয়ায় কর্তৃপক্ষের পাশে থাকার বার্তা দিয়েছিলাম। এমন অনুষ্ঠানে থাকতে পেরে খুব ভালো লাগছে। মার্কেট কর্তৃপক্ষ শুধু ব্যবসা নয়, সামাজিক কাজের দিকেও নজর দেন।
মার্কেটের সম্পাদক অরবিন্দ ঘোষ বলেন, আমাদের মার্কেটের নাম বিপ্লবীর নাম অনুসারে। সেজন্য দীর্ঘদিন থেকেই মার্কেটের সামনে বিপ্লবীর আবক্ষ মূর্তি স্থাপনের পরিকল্পনা ছিল। সেটা বাস্তবায়িত হওয়ায় খুব ভালো লাগছে। এছাড়া গঙ্গারামপুর শহর ও ব্লক মিলিয়ে পাঁচশো দুঃস্থ পড়ুয়াকে স্কুল ব্যাগ দিয়েছি। আগামীতে মার্কেটের ব্যবসায়ীরা সামাজিক কাজে শহরবাসীর পাশে থাকবেন।
18h 18m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও কাজকর্মে সকালের দিকে বিশেষ উন্নতির যোগ। বিকেলের দিকে অবশ্য কিছু বাধা আসতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৩ টাকা৮৫.৫৭ টাকা
পাউন্ড১০৫.২২ টাকা১০৮.৯৬ টাকা
ইউরো৮৭.১৫ টাকা৯০.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা