উত্তরবঙ্গ

নেশার টোপ দিয়ে চুরি, শিলিগুড়িতে সক্রিয় বিহারের গ্যাং, ধৃত এক

সংবাদদাতা, শিলিগুড়ি: শিলিগুড়ি এবং লাগোয়া এলাকায় পরপর বেশ কয়েকটি মন্দির ও বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। মন্দির থেকে সোনার গয়না চুরি যাচ্ছে। এই চুরির পিছনে বিহার গ্যাংয়ের সূত্র খুঁজে পেল পুলিস।
গত শনিবার রাতে শিলিগুড়ির ৩১ নম্বর ওয়ার্ডের উজ্জ্বল সঙ্ঘের সামনে একটি মন্দিরে চুরির ঘটনা ঘটে। বিগ্রহের সোনার গয়না চুরি যায়। রবিবার সকালে চুরির ঘটনা নজরে আসতে মন্দির কর্তৃপক্ষ এনজেপি থানায় লিখিত অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিস। ২৪ ঘণ্টার মধ্যে এনজেপি থেকে গ্রেপ্তার করা হয় মহম্মদ সোনু নামে এক যুবককে। তার কাছ থেকে মন্দির থেকে চুরি যাওয়া সব গয়না উদ্ধার হয়। 
ধৃতকে জেরা করে পুলিস জানতে পারে, বিহারের একটি গ্যাং শিলিগুড়িতে অনেকদিন আগে ঢুকেছে। সেই গ্যাং চুরির ঘটনা ঘটাচ্ছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়িতে এসে এই গ্যাং নেশাগ্রস্ত কিশোর যুবকদের টার্গেট করে। নেশার টোপ দিয়ে সেই সব ছেলেদের এই চুরির কাজে লাগাচ্ছে। নেশার প্রলোভনে ওই  যুবকরা বিভিন্ন মন্দির ও বাড়িতে চুরির ঘটনা ঘটাচ্ছে।
এনজেপি থানার পুলিস জানিয়েছে, এই গ্যাংয়ের মাথারা চুরি করতে যাচ্ছে না। নেশাগ্রস্ত কিশোর-যুবকরা তাদের নির্দেশ মতো চুরি করছে। এলাকা চিনিয়ে দেওয়ার কাজেও তারা সাহায্য করছে। ধৃত মহম্মদ সোনুকে জেরা করে পুলিস বিহার গ্যাংয়ের বাকিদের ধরার চেষ্টা করছে। 
এ ব্যাপারে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের ডিসিপি (ইস্ট) রাকেশ সিং বলেন, সম্প্রতি এনজেপি থানা এলাকার একটি মন্দিরের চুরির ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। নির্দিষ্টি অভিযোগের ভিত্তিতে পুলিস গোটা ঘটনার তদন্ত করছে।
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও কাজকর্মে সকালের দিকে বিশেষ উন্নতির যোগ। বিকেলের দিকে অবশ্য কিছু বাধা আসতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৩ টাকা৮৫.৫৭ টাকা
পাউন্ড১০৫.২২ টাকা১০৮.৯৬ টাকা
ইউরো৮৭.১৫ টাকা৯০.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা