উত্তরবঙ্গ

রোগীমৃত্যু, অগ্রিম জমা টাকা ফেরতের দাবিতে ফুলবাড়ির নার্সিংহোমে বিক্ষোভ

সংবাদদাতা, শিলিগুড়ি: রোগী মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগে নার্সিংহোম কর্তৃপক্ষের কাছে জমা টাকা ফেরতের দাবিতে উত্তেজনা ছড়ায় ফুলবাড়িতে। মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটে শিলিগুড়ি শহর লাগোয়া ফুলবাড়ির একটি নার্সিংহোমে। নার্সিংহোম সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের জ্যোতির্ময় কলোনির নীচপাড়ার বাসিন্দা কৃষ্ণ রায়কে (৩৯) গত সোমবার ওই নার্সিংহোমে পায়ে সংক্রমণ ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি করানো হয়। এদিন দুপুরে তাঁর মৃত্যু হয়। 
মৃতের পরিবারের অভিযোগ, চিকিৎসায় গাফিলতিতে কৃষ্ণ রায়ের মৃত্যু হয়েছে। তাই তাঁরা নার্সিংহোমের ৯৪ হাজার টাকার বিল মেটানোর পরিবর্তে অগ্রিম দেওয়া ৪৫ হাজার টাকা ফেরতের দাবি জানান। নার্সিংহোম কর্তৃপক্ষ তা মানতে না চাওয়ায় তাঁরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। উত্তেজনা বাড়তে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় এনজেপি থানার বিশাল পুলিস বাহিনী। অবশেষে পুলিসের মধ্যস্থতায় নার্সিংহোম কর্তৃপক্ষ এবং মৃতের পরিবারের লোকদের মধ্যে সন্ধ্যা পর্যন্ত আলোচনা হয়। পুলিস জানিয়েছে, আলোচনায় নার্সিংহোম কর্তৃপক্ষ মৃতের পরিবারের কথা বিবেচনা করে অগ্রিম ৪৫ হাজার টাকার অর্ধেক টাকা দেওয়ার ব্যাপারে রাজি হয়েছে। মৃতের পরিবার তা মেনে নিয়ে মৃতদেহ নিয়ে যেতে রাজি হয়। যদিও এ ব্যাপারে নার্সিংহোমের তরফে কেউ কোনও বক্তব্য দিতে চায়নি।   
10h 10m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিদ্যা শিক্ষা ও কাজকর্মে দিনটি শুভ। বন্ধুসঙ্গে বিপদ হতে পারে। অধ্যাপনায় অগ্রগতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৪ টাকা৮৪.৯৮ টাকা
পাউন্ড১০৭.৮৯ টাকা১১১.৮৫ টাকা
ইউরো৮৯.৯১ টাকা৯৩.৪৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা