উত্তরবঙ্গ

জন্ম-মৃত্যুর শংসাপত্রের আবেদন জমা দিতে এসে অফিস বন্ধ দেখে ক্ষোভ

সংবাদদাতা, শিলিগুড়ি: জুনিয়র ডাক্তারদের লাগাতার আন্দোলনে চিকিৎসা পরিষেবা নিয়ে বিতর্কের মাঝে এবার নতুন বিতর্কে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল। জন্ম ও মৃত্যুর শংসাপত্র প্রদান অফিসে এখনও পুজোর ছুটি চলছে। গেটে ঝুলছে তালা। কোনও কর্মী নেই। ফলে দূরদূরান্ত থেকে আসা লোকজন জন্ম-মৃত্যুর শংসাপত্রের আবেদনপত্র জমা দিতে এসে ঘুরে যাচ্ছেন। 
মঙ্গলবার হলদিবাড়ি থেকে এসেছিলেন চামেলি সরকার, কোচবিহার থেকে দিনেন রায় সহ আরও অনেকে। তাঁরা এসে দেখেন অফিসে তালা ঝুলছে। কোনও নোটিস নেই যে, পুজোর ছুটিতে অফিস বন্ধ রয়েছে। একে-তাঁকে জিজ্ঞেস করে হতাশ হয়েই তাঁরা ফিরে যান তাঁদের নবজাতকদের জন্ম শংসাপত্রের আবেদন জমা দিতে না পেরে। যদিও এতে হাসপাতাল সুপার ডাঃ সঞ্জয় মল্লিক কোনও ভুল দেখছেন না।  প্রথমে তিনি বলেন, এখন জন্ম-মৃত্যুর শংসাপত্র অনলাইনেই হচ্ছে। মানুষ চাইলে বাড়িতে বসে বা হাতের কাছে কোনও ক্যাফে  থেকেই তাঁদের শংসাপত্রের জন্য আবেদন জমা দিতে পারেন এবং অনলাইনেই নির্দিষ্ট সময়ে শংসাপত্র পেতে পারেন। যদি সেই শংসাপত্রে কোনও ত্রুটি থাকে তা সংশোধনের জন্য এই অফিসে আসতে হবে। এভাবে তিনি জন্ম-মৃত্যু শংসাপত্র রোজিস্ট্রি অফিসের গুরুত্ব কমাতে চাওয়ায় প্রশ্ন ওঠে, তাহলে অফিস রেখে খরচ বাড়ানো হচ্ছে কেন? এ প্রশ্নের উত্তরে সুপার বলেন, সংশোধনের জন্য এই অফিসের প্রয়োজন রয়েছে। এটা নন-মেডিক্যাল অফিস। এদের এখনও পুজোর ছুটি চলছে। কিন্তু অন্যান্য সরকারি হাসপাতালে পুজোর ছুটি চললেও জন্ম-মৃত্যু শংসাপত্রের অফিসের সামনে নোটিস দেওয়া রয়েছে কতদিন অফিস বন্ধ থাকবে। একজন কর্মীকে নির্দিষ্ট করে দায়িত্ব দেওয়া রয়েছে কেউ আবেদনপত্র জমা দিতে এলে তা গ্রহণ করার জন্য। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে সেই ব্যবস্থা না থাকায় সাধারণ মানুষ দুর্ভোগে পড়ছে। বাড়ছে ক্ষোভও। 
2Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা