বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

বৃষ্টির পূর্বাভাস নেই, গঙ্গারামপুরে বিগ বাজেটের মণ্ডপে ষষ্ঠীতেই জনতার ঢল

সোমেন পাল, গঙ্গারামপুর: ষষ্ঠী থেকেই গঙ্গারামপুর শহরের বিগ বাজেটের পুজো প্যান্ডেলে দর্শনার্থীদের ঢল। পুজোর পাঁচদিন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল মাঝিয়ান কৃষিবিজ্ঞান কেন্দ্র। সেই পূর্বাভাস তুলে নিতেই বিগ বাজেটের পুজো দেখে নেওয়ার টার্গেট দর্শনার্থীদের।
উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই রয়েছে মাঝিয়ান আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। বিশ্ববিদ্যালয়ের ডিন জ্যোতির্ময় কারফরমা বলেন, আমাদের জেলায় বৃষ্টির পূর্বাভাস ছিল। এখন সেই পূর্বাভাস কেটে গিয়েছে। বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। কোথাও কোথাও হালকা, বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে।
গঙ্গারামপুর শহরের চৌপথীতে চিত্তরঞ্জন স্পোর্টিং ক্লাব দিয়ে শুরু হচ্ছে পুজো প্যান্ডেল ঘোরা। ক্লাব কর্তৃপক্ষ বিভিন্ন মডেলের মাধ্যমে মধ্যযুগের স্থাপত্য তুলে ধরেছে। শিশুদের মনোরঞ্জনের জন্য থাকছে জনপ্রিয় সব কার্টুনের আলোকসজ্জা। চিত্তরঞ্জন ক্লাবের পুজো দেখা শেষ হলে পাশে ফুটবল ক্লাবে এবার বাঁকুড়ার বিখ্যাত ডোকরা শিল্প। এই পুজো মণ্ডপে দেখা যাবে পিতলের সূক্ষ্ম শিল্পের কাজ। তপন রাজ্য সড়ক ধরে গিয়ে ব্লক পাড়া নাট্য সংসদ ক্লাবের এবারের বিশেষ চমক অন্তরশক্তি। ১২ হাজার কাচের বোতল দিয়ে তৈরি পুজো প্যান্ডেলের দিকে বিশেষ নজর দর্শনার্থীদের। নাট্য সংসদের পুজো উদ্যোক্তা সর্বজিৎ গুহ বলেন, জেলার সেরা পুজো করায় বিশ্ববাংলা শারদ সম্মান পেয়েছি। আমাদের থিম জনমানসে জনপ্রিয় হয়েছে।
এরপর তপন রাজ্য সড়ক ধরে বড়বাজার পেরিয়ে দর্শনার্থীরা পৌঁছে যাচ্ছেন ইয়ুথ ক্লাবের পুজো মণ্ডপে। ধুপি কাঠ ও অ্যালুমিনিয়াম দিয়ে প্রাচীন রাজবাড়ির অন্দরমহল ফুটিয়ে তোলা হয়েছে। রাজবাড়ির ঠাকুর দালানে দেবী দুর্গা রাজ রাজেশ্বরী রূপে পূজিতা হবেন। রাজবাড়ির গেটে থাকছে বিশেষ প্রহরী।
মহকুমার দুই পুরসভা বিসর্জনের বিশেষ ব্যবস্থা করেছে নদীতে। গঙ্গারামপুর শহরের পুনর্ভবা নদীতে নিউমার্কেট শিবমন্দির ঘাটে প্রতিমা বিসর্জনের ব্যবস্থা থাকছে। পুজো উদ্যোক্তারা প্রতিমা নদীর ঘাটে নিয়ে গেলেই পুরসভার কর্মীরা ট্রলিতে তুলে দেবেন। পরে পুনর্ভবার নদীতে বিসর্জন হবে। পুনর্ভবা ঘাটে বিসর্জনের সময় ডুবুরি, বিপর্যয় মোকাবিলা দলের সদস্য, স্পিড বোট ও পর্যাপ্ত নৌকার ব্যবস্থা রাখছে পুরসভা। থাকবে নদীর ঘাটে পর্যাপ্ত পুলিস ও মেডিক্যাল টিম। শহরবাসী যাতে নদীর ঘাটে প্রতিমা বিসর্জন দেখতে পান, তার জন্য ব্যবস্থা করছে পুরসভা। বিসর্জন উপলক্ষ্যে নিউমার্কেট ঘাটে বসবে দশমীর মেলা। একইভাবে বুনিয়াদপুর শহরের পালপাড়া টাঙন নদীর ঘাটে দশমী থেকে প্রতিমা বির্সজনের ব্যবস্থা করেছে পুরসভা। গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র বলেন, বিসর্জনকে কেন্দ্র করে মেলার ব্যবস্থা থাকছে নিউমার্কেট ঘাটে। এবার ট্রলি এমনভাবে রাখা হচ্ছে, যাতে পুনর্ভবা নদীর মাঝখানে গিয়ে প্রতিমা বিসর্জন করা যায়। সঙ্গে সঙ্গে আমরা কাঠামো তুলে নদী পরিষ্কার করে দেব। শহরবাসী প্রতিমা বিসর্জন দেখতে পারবেন। পুলিস, স্বাস্থ্যকর্মী, বিপর্যয় মোকাবিলা দপ্তর ও পুরসভার কর্মীরা উপস্থিত থাকবেন।
(গঙ্গারামপুর ব্লকপাড়ার নাট্য সংসদের প্রতিমা। - নিজস্ব চিত্র। )
4Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশাদারি উচ্চশিক্ষায় দ্রুত অগ্রগতি ও সেই সূত্রে কর্মপ্রাপ্তির  সুবর্ণ সুযোগ আসতে পারে। মিত্রবেশী শত্রু দ্বারা...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৮ টাকা৮৮.৪২ টাকা
পাউন্ড১০৭.৫০ টাকা১১১.২৬ টাকা
ইউরো৮৯.৩০ টাকা৯২.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা