উত্তরবঙ্গ

প্রায় দু’লক্ষ টাকার জালনোট সহ গ্রেপ্তার ঝাড়খণ্ডের বাসিন্দা

সংবাদদাতা, মালদহ: দুর্গাপুজোর প্রস্তুতি নিয়ে যখন সবাই ব্যস্ত, তখনই রাজ্য পুলিসের স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) হাতে গ্রেপ্তার হল এক জালনোট পাচারকারী। ওই পাচারকারী আদতে ঝাড়খণ্ডের বাসিন্দা বলে জানা গিয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জালনোট কারবারের সঙ্গে যুক্ত আরও বেশ কয়েকজনের সন্ধানও পেয়েছে পুলিস। কালিয়াচক থানার পুলিসের হাতে ধৃত পাচারকারীকে হস্তান্তর করেছে এসটিএফ। সোমবার ধৃতকে আদালতে পেশ করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আর্জি জানিয়েছে পুলিস। 
এসটিএফের এক আধিকারিক বলেন, কালিয়াচক থানার জালালপুর বাসস্ট্যান্ডের কাছ থেকে ধৃত ওই পাচারকারীর নাম রামনরেশ সিং (৫৫)। সে ঝাড়খণ্ডের পালামৌ থানা এলাকার বাসিন্দা। ধৃতের কাছ থেকে মোট ১ লক্ষ ৯৫ হাজার টাকার জালনোট বাজেয়াপ্ত করা হয়েছে। ৩৯০টি ৫০০ টাকার নোট মিলেছে তার কাছ থেকে। পাশাপাশি মিলেছে ৫ হাজার টাকার আসল  নোটও।  
ধৃত ব্যক্তি কালিয়াচক থানার গোলাপগঞ্জের বাসিন্দা জনৈক সুদীপ সরকারের কাছ থেকে ওই জাল নোটগুলি সংগ্রহ করেছিল। বিনিময়ে ৮০ হাজার টাকার আসল নোট নিয়েছিল ওই জালনোটের কারবারী। আসল টাকার বিনিময়ে সংগৃহীত ওই জালনোট বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ওই পাচার চক্রের রয়েছে বলে পুলিস সূত্রে জানা গিয়েছে।
পুলিসের এক আধিকারিক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত পাচারকারী জানিয়েছে, পালামৌর বাসিন্দা দুই ব্যক্তি কমিশনের বিনিময়ে তাকে জালনোট সংগ্রহের দায়িত্ব দিয়েছিল। ধৃতের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিস।
 
2Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা