উত্তরবঙ্গ

যুবককে খুনের অভিযোগ স্ত্রী, প্রেমিকের বিরুদ্ধে

সংবাদদাতা, কালিয়াগঞ্জ: প্রতিবেশী বিবাহিত যুবকের সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক। স্বামী সেকথা জেনে যাওয়ায় তাঁকে হত্যার অভিযোগ উঠল স্ত্রী ও প্রেমিকের বিরুদ্ধে।
ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় কালিয়াগঞ্জ ব্লকের অনন্তপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। পুলিস জানিয়েছে, সোমবার সকালে বাড়ির কাছে বাগান থেকে উদ্ধার হয় ওই যুবকের মৃতদেহ। পুলিস ময়নাতদন্তের জন্য দেহ রায়গঞ্জ মেডিক্যালের মর্গে পাঠিয়েছে। 
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, ১২ বছর আগে ওই যুবকের বিয়ে হয়। তাঁদের দুই সন্তান রয়েছে। বছরখানেক আগে পাড়ার এক বিবাহিত যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক হয় ওই যুবকের স্ত্রীর। মাসখানেক আগে যুবকটি সেকথা জানতে পেরে স্ত্রীর সঙ্গে অশান্তিও করেছিলেন।
মৃতের ভাইপো বলেন,কাকিমা ও তার প্রেমিক আমার কাকাকে হত্যা করেছে। বাড়ি থেকে তাঁকে নিয়ে গিয়ে বাগানের গাছে ঝুলিয়ে দিয়েছে। টেনে নিয়ে যাওয়ার দাগ রয়েছে বাড়িতে। মৃতদেহের পাশ থেকে প্রতিবেশী যুবকের হেডফোন পাওয়া গিয়েছে। ময়নাতদন্তের পর কালিয়াগঞ্জ থানায় লিখিত অভিযোগ করব। যদিও অভিযুক্ত স্ত্রী ও প্রতিবেশী যুবকের দাবি, তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। কালিয়াগঞ্জ থানার পুলিস মৃতদেহের পাশ থেকে হেডফোন উদ্ধার করার পর স্ত্রী ও অভিযুক্ত যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করে। আইসি দেবব্রত মুখোপাধ্যায় বলেন, ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে।
2Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা