উত্তরবঙ্গ

দুর্গাপুজো ঘিরে বাড়তি সতর্কতা জেলায় উইনার্স টিমে বাড়তি পুলিস, পিঙ্ক ভ্যান

সংবাদদাতা, পতিরাম: পুজোয় মহিলাদের নিরাপত্তার উপরে জোর দক্ষিণ দিনাজপুর জেলা পুলিসের। উইনার্স টিমে বাড়তি মহিলা পুলিস মোতায়েন করল জেলা পুলিস। এদিকে বালুরঘাটে আরও একটি পিঙ্ক মোবাইল ভ্যানের উদ্বোধন করা হয়েছে।
সোমবার বালুরঘাটের পুলিস লাইন থেকে ওই বাহিনীর উদ্বোধন করেন পুলিস সুপার চিন্ময় মিত্তাল। একটি পিঙ্ক মোবাইল ভ্যান বালুরঘাটে থাকবে। অন্যটি গঙ্গারামপুরের জন্য রাখা হচ্ছে। সবমিলিয়ে বালুরঘাটেই উইনার্স বাহিনীতে ৪০ জন থাকছেন। এছাড়া জেলাজুড়ে প্রায় ৬ হাজার পুলিস মোতায়েন করা হবে। বালুরঘাট শহরে স্কুল সংলগ্ন বেশকিছু জায়গায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠায় সিসি ক্যামেরা লাগানো হয়েছিল। 
এবার পিঙ্ক ভ্যান ও উইনার্স টিমের শক্তি বৃদ্ধি হওয়ায় নিরাপত্তা নিয়ে চিন্তা অনেকটা দূর হবে বলে মনে করছে বিভিন্ন মহল। পুলিস সুপার বলেন, জেলাজুড়ে মহিলা নিরাপত্তা বাড়াতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। উইনার্স বাহিনীতে আরও প্রায় ২৪ জনকে যুক্ত করেছি। পুজোয় সেই টিম ঘুরবে বিভিন্ন এলাকায়। 
পুলিসের পদক্ষেপ প্রসঙ্গে বালুরঘাট শহরের কোয়েল দাস বলেন, পুলিস নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা করছে, এটা একটা ভালো দিক। ফাঁকা জায়গায় যাতে আরও পুলিস মোতায়েন করা হয়, সেদিকেও নজর রাখা প্রয়োজন।
জেলা পুলিস সূত্রে খবর, বালুরঘাটে উইনার্স টিমে আগে ১৭ জন ছিলেন। সেই সংখ্যা বৃদ্ধি হওয়ায় আরও বেশি এলাকায় নজরদারি চালানো যাবে।  বিপদে পড়লে পিঙ্ক ভ্যানে থাকা নম্বরে ফোন করলেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছবে টিম। সারা বছরই এই টিম মোতায়েন থাকবে বলে পুলিস সুপার জানিয়েছেন।
2Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা