উত্তরবঙ্গ

স্বামী পরিযায়ী, সন্তানের পুজোর পোশাক লক্ষ্মীর ভাণ্ডারের টাকায়

মনসুর হাবিবুল্লাহ, দিনহাটা: রেখা রায় গৃহবধূ। বাড়ি দিনহাটার বাসন্তীর হাটে। তাঁর স্বামী কাজের খাতিরে ভিনরাজ্যে আছেন। বাড়িতে এক ছেলে ও মেয়েকে নিয়ে তিনি সংসার সামলাচ্ছেন। দুই সন্তানই পড়াশোনা করে। ছেলে নবম শ্রেণিতে, আর মেয়ে ক্লাস সেভেনে। পুজো আসতেই নতুন পোশাকের বায়না ধরেছে দু’জনই। পরিযায়ী শ্রমিকের কাজ করা স্বামীর আয়ও বেশি না। সন্তানদের বায়না ফেলতে পারছিলেন না রেখা। এদিকে, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তাঁর অ্যাকাউন্টে ঢুকতেই কিছুটা হাসি ফুটেছে তাঁর। 
সোমবার সকালে হাজার টাকা তুলে আনেন ব্যাঙ্ক থেকে। বাড়িতে জমানো কিছু টাকা সহ দুই সন্তানকে নিয়ে আসেন দিনহাটায়। ছেলেমেয়ের জামাকাপড় কেনার জন্য দুপুরে চওড়াহাট বাজারের কাপড় হাটির অলিগলি ঘোরেন। সন্তানদের পছন্দমতো পোশাক কিনে দিতে পেরে খুশি দু’জনই। রেখার মতো পুজোর মুখে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তুলে দিনহাটা শহরে ভিড় করছেন শ’য়ে শ’য়ে মহিলা। আকাশ পরিষ্কার থাকায় জমেও উঠেছে ব্যবসা। শেষ তিন দিনে কয়েক লক্ষ টাকার বিকিকিনি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। 
লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তুলে আনা মহিলাদের ভিড়ে হাসি ফুটেছে ব্যবসায়ীদের মুখেও। দিনহাটা মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে মহিলারা চওড়াহাট বাজারে আসছেন। কাপড় হাটির বিভিন্ন দোকানের দরদাম করে নতুন জামাকাপড় কিনছেন তাঁরা। এদিকে চতুর্থীতেই দিনহাটার অধিকাংশ পুজোর উদ্বোধন হয়ে গিয়েছে। নতুন কাপড় কিনে বাড়ি ফেরার পথে তাঁরা মণ্ডপে প্রতিমা দর্শনও করে যাচ্ছেন। 
সন্ধ্যায় বাড়ি ফেরার আগে বাসন্তীর হাটের রেখা রায় বলেন, সোমবার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তুলেছি। সেই টাকার সঙ্গে বাড়িতে জমানো কিছু টাকা দিয়ে দুই ছেলে মেয়েকে নিয়ে দিনহাটা শহরে এসেছি। নতুন জামা কিনে দিয়েছি ওদের। মণ্ডপে গিয়ে কয়েকটি প্রতিমাও দেখে এসেছি। 
চওড়াহাট বাজার বস্ত্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাহা বলেন, তিন দিন থেকে মহিলাদের ভিড় বেড়েছে বাজারে। খোঁজ নিয়ে জানলাম লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকেছে। হয়তো সেকারণে কাপড় কিনতে আসছেন তাঁরা। তাছাড়া আকাশ পরিষ্কার রয়েছে। গত ক’দিনে কয়েক লক্ষ টাকার বেচাকেনা হওয়ায় খুশি ব্যবসায়ীরা।  নিজস্ব চিত্র।
2Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা