উত্তরবঙ্গ

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতির মৃত্যু, দেহ মিলল গজলডোবার দুধিয়ার চরে

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেঘোরে প্রাণ হারাতে হল আরও একটি হাতির। সোমবার সকালে গজলডোবার দুধিয়ার চরে মাঝবয়সি একটি মাকনা হাতির দেহ উদ্ধার হয়। হাতিটির শরীরে পোড়া ক্ষতের চিহ্ন দেখে বনকর্মীরা সন্দেহ করেন, কোনও বেআইনি ফেন্সিংয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়েই মৃত্যু হয়েছে। এরপর ময়নাতদন্তেও সেটাই স্পষ্ট হয়েছে বলে বনদপ্তর সূত্রে খবর। 
বৈকুণ্ঠপুর ডিভিশনের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত জলপাইগুড়ির ডিএফও বিকাশ ভি বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতিটির মৃত্যু হয়েছে। আমরা বনকর্মীদের বলেছি, কোথায় এ ধরনের বেআইনি বৈদ্যুতিক ফেন্সিং রয়েছে, সেব্যাপারে খোঁজ করতে। বিষয়টি পুলিস ও বিদ্যুৎ দপ্তরকেও জানানো হয়েছে। 
বিদ্যুৎ দপ্তরের জলপাইগুড়ির রিজিওনাল ম্যানেজার সঞ্জয় মণ্ডল বলেন, এদিন যেখানে হাতির দেহ উদ্ধার হয়েছে, সেখানে আমাদের কোনও বিদ্যুতের লাইন নেই। এবার অন্য জায়গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দূরে এসে হাতির মৃত্যু হতে পারে কি না জানা নেই। তবে বৈকুণ্ঠপুর জঙ্গল লাগোয়া গজলডোবার আশপাশের গ্রামগুলিতে কোথাও কোনও অবৈধ বৈদ্যুতিক ফেন্সিং আছে কি না, তা নিয়ে শীঘ্রই অভিযান চালানো হবে।
এদিন যেখানে হাতিটির নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়, তার কিছুটা দূরেই এক নম্বর টাকিমারি এলাকা। কয়েকদিন আগে সেখানে অবৈধ বৈদ্যুতিক ফেন্সিংয়ের সংস্পর্শে এসে শিশু সহ একই পরিবারের চারজনের মৃত্যু হয়। ওই ঘটনায় সামনে আসে, হাতির হামলা থেকে বাঁচতে বাড়ির চারদিকে হুকিং করে বৈদ্যুতিক ফেন্সিং দিয়েছিল পরিবারটি। এটাও জানা যায় যে, ওই এলাকায় অনেক বাড়িতে এমন চোরাগোপ্তা ফেন্সিং রয়েছে। অভিযোগ মেলে, টাকিমারি, মিলনপল্লি, দুধিয়ার চর প্রভৃতি গ্রামে বাড়ি ও ফসল বাঁচাতে অনেকেই অবৈধ বৈদ্যুতিক ফেন্সিং দিয়ে রাখছেন। ফলে যে কোনও মুহূর্তে বড় ধরনের ঘটনা ঘটতে পারে। এনিয়ে প্রচারে নামে বিদ্যুৎ দপ্তর। কেউ যাতে হুকিং না করেন এবং ফসল বাঁচাতে অবৈধ বৈদ্যুতিক ফেন্সিং না দেন, সেজন্য প্রচার চালানো হয় রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগমের তরফে।
কিন্তু এদিন দুধিয়ার চরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতির মৃত্যুর ঘটনায় বেআইনি বৈদ্যুতিক ফেন্সিং নিয়ে আবারও বড়সড় প্রশ্ন উঠে গেল। এর আগে ডুয়ার্সে এবং গজলডোবা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একাধিক হাতির মৃত্যু হয়েছে।  নিজস্ব চিত্র
2Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা