উত্তরবঙ্গ

জলমগ্ন বাড়ি, ত্রাণ শিবিরে ক্লাস নিচ্ছেন স্কুলশিক্ষকরা

সংবাদদাতা, মানিকচক: মানিকচকে বন্যা পরিস্থিতির কারণে ত্রাণ শিবিরে আশ্রয় দুর্গত পরিবারদের। বড়দের সঙ্গে ছোটদেরও ঠাঁই হয়েছে ত্রাণ শিবিরে।  তাদের পড়াশোনা অব্যাহত রাখতে উদ্যোগ নিলেন মানিকচক চক্রের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। সোমবার মথুরাপুর বিএসএস হাইস্কুলের শিবিরে প্রায় ১৫ জন শিক্ষকের উপস্থিতিতে চলল পড়াশোনা। বহুদিন পর ত্রাণ শিবিরেই ক্লাস করে মুখে হাসি খুদেদের। এদিন প্রায় ৫০জন শিশুদের নিয়ে একটি ক্লাসের আয়োজন করা হয়। যেখানে প্রায় তিন ঘণ্টা ধরে চলে পড়াশোনা। খুদেরাও আনন্দের সঙ্গে পড়াশোনা করে।
মানিকচকের ভূতনির তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকা গত দু’মাস ধরে জলমগ্ন। গ্রামের রাস্তাঘাট থেকে শুরু বাড়িঘর-জলের তলায়। এমনকী তিনটি গ্রাম পঞ্চায়েতের প্রায় ৫২টি স্কুল জলমগ্ন।
বাধ্য হয়ে বাড়ি ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন ভূতনির বানভাসিরা। মানিকচকের মথুরাপুরে মোট চারটি ত্রাণ শিবির করা হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে। এই ত্রাণ শিবিরে হাজারেরও বেশি পরিবার বসবাস করছিলেন। বর্তমানে ভূতনির বন্যা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। জল নেমেছে এলাকা থেকেও। ত্রাণ শিবির থেকে বাড়ি ফিরেছেন অনেকেই। তবে মথুরাপুরের বিএসএস হাইস্কুলের শিবিরে এখনও দুই শতাধিক পরিবার রয়েছে। বড়দের সঙ্গে ছোটরাও রয়েছে দু’মাস ধরে। দীর্ঘদিন ধরে এলাকা জলমগ্ন থাকায় বন্ধ শিশুদের পড়াশোনা। যা নিয়ে দুশ্চিন্তায় ভুগছিলেন শিশুদের পরিবারের সদস্যরা। জেলা ও ব্লক প্রশাসনের কাছে পড়াশোনার জন্য আবেদন জানিয়েছিলেন অভিভাবকেরা। সেই আবেদনে সাড়া দিয়েছেন মানিকচক চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক মহম্মদ পারভেজ। তিনি বলেন, বানভাসি পরিবারগুলির শিশুদের পড়াশোনায় যাতে ব্যাঘাত না ঘটে সেজন্য ব্লক ও জেলা প্রশাসনের নির্দেশে প্রাথমিক শিক্ষকদের ত্রাণ শিবিরের পাঠদান প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী বুধবার পর্যন্ত পড়াশোনা করানো হবে ত্রাণ শিবিরের শিশুদের। আমরা আশা করছি, পুজোর পর ভূতনির অবস্থা স্বাভাবিক হয়ে যাবে।  নাহলে পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ করা হবে।
প্রাথমিক শিক্ষকদের এই পদক্ষেপে খুশি খুদেদের অভিভাবকরা। দক্ষিণ চণ্ডীপুরের বধূ আলিনা খাতুন বলেন, গিরিটোলা এখনও জলমগ্ন। গত সাতদিন ধরে এই শিবিরে আছি। প্রশাসনের পক্ষ থেকে সমস্ত ব্যবস্থা খুবই ভালো রয়েছে। আমরা শিশুদের পড়াশোনা নিয়ে চিন্তায় ছিলাম। তবে এখানে প্রতিদিন পড়াশোনা করানো হচ্ছে। 
 নিজস্ব চিত্র।
2Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা