উত্তরবঙ্গ

অষ্টমের পড়ুয়ার তৈরি দেড় ফুটের প্রতিমা পুজো পাবে পাড়ার মণ্ডপে

নিজস্ব প্রতিনিধি, মালদহ: বাড়ির কাছেই মা দুর্গার প্রতিমা গড়েন শিল্পীরা। সেখান থেকেই প্রতিমা গড়ার ইচ্ছে জাগে বছর তেরোর সিদ্ধার্থ সিংয়ের মনে। অষ্টম শ্রেণির পড়ুয়ার তৈরি দেড় ফুট উচ্চতার মা দুর্গা পূজিতা হবেন পাড়ার পুজো প্যান্ডেলে। শহরের একটি ইংরেজি মাধ্যম স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র সিদ্ধার্থ। পুজোর আগে স্কুলের পরীক্ষার প্রস্তুতির পাশাপাশি প্রতিমা গড়ার প্রস্তুতিও শুরু দেয় সে। সিদ্ধার্থ বলে, এনিয়ে টানা তিন বছর আমি মা দুর্গার মাটির প্রতিমা গড়ছি। প্রতিমা গড়তে খুব ভালো লাগে। প্রতিমা গড়ার সময় আমার খুবই আনন্দ হয়। আরও আনন্দ হয় যখন প্যান্ডেলে সবাই আমার গড়া প্রতিমাকে পুজো করে। 
এবার সিদ্ধার্থ দেড় ফুট উচ্চতার দুর্গা প্রতিমা গড়েছে। একচালা সাবেকি প্রতিমা। যেখানে মা দুর্গার বাঁ কোলে বসে রয়েছেন সিদ্ধিদাতা গণেশ। বাঁ দিকে বীণা হাতে বিদ্যার দেবী সরস্বতী। মা দুর্গার পায়ের কাছে করজোড়ে বসে আছেন মহিষাসুর। মায়ের সামনে ডান দিক ঘেঁসে ময়ূরের উপর বসে আছেন কার্তিক এবং একেবারে ডান দিকে বসে রয়েছেন মা লক্ষ্মী। সিদ্ধার্থ জানায়, এই প্রতিমা গড়তে ১২ দিন সময় লেগেছে। 
সিদ্ধার্থর বাবা ধরমনাথ সিং মালদহের জেলাশাসকের কার্যালয়ের চাকরি করেন। হঠাৎ কেন ছেলে মা দুর্গার প্রতিমা বানাতে শুরু করল? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, কারণটা সঠিক আমরাও জানি না। হঠাৎ করেই একদিন দেখি মাটি খড় বাঁশ কাঠ জোগার করে দুর্গা প্রতিমা বানাতে শুরু করেছে। আমাদের বাড়ির কাছেই এক জায়গায়া প্রতিমা তৈরি হয়। হয়ত সেটা দেখেই ওর মূর্তি গড়ার ইচ্ছে হয়েছে। পরে জানতে পেরেছি মৃৎশিল্পীদের কাছ থেকে ছেলে প্রতিমা তৈরির সামগ্রী জোগাড় করে এনেছে। 
সিদ্ধার্থ মা বাবা সহ পরিবারের সঙ্গে ইংলিশবাজার পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের উত্তর বালুচর এলাকায় বসবাস করে। তাদের বাড়ির কাছেই একটি পুজো হয়। সিদ্ধার্থর বাবা ধরমনাথবাবু বলেন, প্রতি বছর পঞ্চমীর আগেই ছেলের প্রতিমা গড়ার কাজ শেষ হয়ে যায়। পঞ্চমীর দিন সেই প্রতিমা পাড়ার পুজো প্যান্ডেলে নিয়ে যাওয়া হয়। ষষ্ঠীতে এই মূর্তিতেই প্রাণ প্রতিষ্ঠা করে মায়ের বোধন হয়।  নিজস্ব চিত্র।
2Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা