উত্তরবঙ্গ

পাহাড়ে চা শ্রমিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে বোনাস

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: পাহাড়ে চা শ্রমিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে বোনাস। রাজ্য সরকারের পরমর্শ মতো ১৬ শতাংশ হারে মালিকপক্ষ বোনাস দিচ্ছে। এদিকে আগামী ৬ নভেম্বর কলকাতায় ত্রিপাক্ষিক বৈঠক ডেকেছে শ্রমদপ্তর। সেখানে শ্রমমন্ত্রী মলয় ঘটক উপস্থিত থাকবেন বলে খবর। এই পরিস্থিতিতে রবিবার পার্বত্য চা শ্রমিক যৌথমঞ্চ বৈঠক করে আপাতত আন্দোলন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। তরাই ও ডুয়ার্সে চা শ্রমিকদের বোনাস বেশ কিছুদিন আগেই হয়। কিন্তু, পাহাড়ের চা শ্রমিকদের বোনাস নিয়ে জট পাকিয়ে ছিল। একাধিকবার ত্রিপাক্ষিক বৈঠক করার পর শ্রমদপ্তর পাহাড়ের চা শ্রমিকদের ১৬ শতাংশ হারে বোনাস দেওয়ার অ্যাডভাইজারি ঘোষণা করে। তাতেও শ্রমিক সংগঠনগুলি অনড় ছিল। তারা ২০ শতাংশের কমে বোনাস নিতে রাজি ছিল না। এজন্য তারা পাহাড়ে বন্‌ধ, চা বাগানে বিক্ষোভ কর্মসূচি পালন করে। আগামী ৭ নভেম্বর তারা শিলিগুড়িতে শ্রমিক ভবনের সামনে বিক্ষোভ দেখানোর কর্মসূচি নিয়েছিল।
এই অবস্থায় বিভিন্ন চা বাগান কর্তৃপক্ষ শ্রমিকদের অ্যাকাউন্টে বোনাসের টাকা দিয়ে দিয়েছে। এদিন পাহাড়ে সিটু কার্যালয়ে পার্বত্য চা শ্রমিক যৌথমঞ্চ বৈঠক করে। মঞ্চে আটটি শ্রমিক সংগঠন রয়েছে। বৈঠকের পর মঞ্চের অন্যতম নেতা তথা সিপিএমের দার্জিলিং জেলা সম্পাদক সমন পাঠক বলেন, শ্রমিকদের আন্দোলনের চাপেই শ্রমদপ্তর ত্রিপাক্ষিক বৈঠক ডেকেছে। এজন্যই ৭ তারিখের বিক্ষোভ স্থগিত করা হয়েছে। বাগানে আপাতত স্বাভাবিক কাজকর্ম হবে। শ্রমদপ্তরের ওই বৈঠকে ছয় লক্ষ চা শ্রমিকের স্বাক্ষর করা দাবিপত্র জমা দেওয়া হবে। ওই বৈঠকের সিদ্ধান্ত অনুসারে পরবর্তী কর্মসূচি নেওয়া হবে। এদিকে, পাহাড়ে চা বাগানের সংখ্যা প্রায় ৭০টি। যার মধ্যে ৬১টি বাগান সচল। প্রশাসন সূত্রের খবর, অধিকাংশ বাগানের শ্রমিকের অ্যাকাউন্টে ১৬ শতাংশ হারে বোনাস প্রদান করেছে মালিকপক্ষ। কয়েকটি বাগান কর্তৃপক্ষ ১৫ শতাংশ হারে বোনাস দিয়েছে। পরবর্তীতে তারা বাকিটা দেবে বলে খবর। এদিকে, বন্ধ বাগানের শ্রমিকদের সহায়তা করার দাবি তুলেছেন জিটিএ’র চিফ এগজিকিউটিভ। তিনি এবিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি পাঠিয়েছেন। 
2Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা