উত্তরবঙ্গ

সৃজনী ক্লাবে ডোকরা শিল্প, কচিকলা অ্যাকাডেমিতে প্রতীক্ষা

সংবাদদাতা, পতিরাম: বালুরঘাটের সৃজনী ক্লাবে এবার শোভা বাড়াচ্ছে বাঁকুড়ার ডোকরা শিল্প। মণ্ডপসজ্জা ও প্রতিমার কাজ শেষ হয়েছে। শেষমুহূর্তের কিছু কাজ চলতে থাকলেও রবিবার সন্ধ্যায় দর্শনার্থীরা ভিড় জমালেন এই ক্লাবে।
এবার সৃজনী ক্লাবের বাজেট প্রায় ২০ লক্ষ টাকা। মণ্ডপ তৈরি করেছেন জলপাইগুড়ির পার্থ ভৌমিক। মাসখানেক আগে থেকেই বাঁকুড়ার ডোকরা শিল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে দুর্গা প্রতিমা তৈরি করেছেন স্থানীয় শিল্পী পাপাই পাল। মণ্ডপে সানাই বাদক থেকে শুরু করে গোরুর গাড়ি, পালকি সহ ৭০টির বেশি মডেল রাখা হয়েছে। এক কথায় উৎসব বাড়িতে যা যা জিনিস ব্যবহার করা হয়, সেগুলিই ফুটিয়ে তোলা হয়েছে। 
ক্লাবের অন্যতম সদস্য গোবিন্দ দে বলেন, প্রতিবার জেলার মানুষের কাছে আকর্ষণের অন্যতম কেন্দ্র থাকে আমাদের ক্লাবের পুজো। এবারও ব্যতিক্রম হবে না। বাঁকুড়ার ডোকরা শিল্প তুলে ধরা হয়েছে। চতুর্থীতেই মণ্ডপ খুলে দেওয়া হচ্ছে। 
একই রাস্তায় রয়েছে বালুরঘাটের আরও একটি বিগ বাজেটের পুজো। কচিকলা অ্যাকাডেমিতে এবার থিম ‘প্রতীক্ষা’। লোহার কাঠামোয় রংবেরঙের ফিতে দিয়ে মণ্ডপ সাজানো হয়েছে। রয়েছে চোখধাঁধানো আলোকসজ্জা। বালুরঘাট শহরের প্রাণকেন্দ্রে এই পুজো দেখতে তৃতীয়া থেকেই ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। মহালয়ায় মুখ্যমন্ত্রী পুজোর উদ্বোধন করেছেন। এবার তাদের বাজেট ২২ লক্ষ টাকা। মণ্ডপসজ্জার দায়িত্ব সঞ্জয় চক্রবর্তীর কাঁধে। সাবেকি প্রতিমার বিশেষ আকর্ষণ সাড়ে ছয় ফুটের মুকুট। যা বালুরঘাটের শিল্পী দেবজ্যোতি মোহরার তৈরি। 
পুজো কমিটির সম্পাদক সৌম্যদীপ দাস বলেন, সুন্দর ভবিষ্যতের জন্য অপেক্ষা করাকে প্রতীক্ষা থিমের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। চন্দননগরের আলোকসজ্জা থাকছে। পুজোর দিনগুলিতে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। নবমীতে দরিদ্র নারায়ণ সেবার আয়োজন করেছি। 
2Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা