উত্তরবঙ্গ

বাঁদরের উত্পাতে অতিষ্ঠ শহরবাসী, খাবার না দেওয়ার পরামর্শ বনদপ্তরের

সংবাদদাতা, পুরাতন মালদহ: বাঁদরের উত্পাতে অতিষ্ঠ মালদহ জেলার পুরাতন মালদহ শহর। পুরসভার ৮, ৯, ১১, ১৩ নম্বর ওয়ার্ডে বাঁদরের উৎপাত বেড়েছে। 
রবিবার সকালে শহরের সারদা কলোনি, রেল কলোনিতে বাঁদরের দল দাপিয়ে বেড়ায়। হাত বাড়িয়ে জানালা দিয়ে কারও রান্নাঘর থেকে ডালের কৌটা বের করে ফেলে দেয় বাঁদররা। কারও বাড়ি থেকে আবার আঁচারের বয়াম বের করে ছাদে বসে সাবাড় করল মনের সুখে। কোনও বাড়ি থেকে আবার খাবার নিয়ে চম্পট দিল। এদিন দিনভর শহরবাসীকে অতিষ্ঠ করে তুলল বাঁদররা। 
শহরবাসীর বক্তব্য, মাঝে মধ্যেই ওরা শহরের বিভিন্ন ওয়ার্ডে চলে আসছে। দীর্ঘক্ষণ এক ছাদ থেকে অন্য ছাদ ঘুরে বেড়াচ্ছে। বাঁদরের দাপটে অনেকে আতঙ্কিত। মহিলারাও তটস্থ। কোথা থেকে বাঁদরের দল শহরে চলে আসছে, কেউ বলতে পারছেন না।
মালদহ জেলা বনদপ্তর অবশ্য বাঁদরগুলিকে খাবার না দেওয়ার পরামর্শ দিয়েছে। সঙ্গে মানুষকে সতর্ক হওয়ারও অনুরোধ করেছে। 
শহরের সারদা কলোনির ঋতুপর্ণা ঘোষ বলেন, বাঁদরের উৎপাত কমছে না। এর আগেও বাড়িতে এসে সব তছনছ করে দিয়েছে। এদিন এসে ছাদে জলের ট্যাপ খুলে দিয়েছে। ভয়ে কেউ সামনে যেতে পারি না।
১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অসীম ঘোষ বলেন, আমরা বিষয়টি বনদপ্তরকে জানাবো। বনদপ্তরের মালদহের এক আধিকারিক বলেন, বাঁদরগুলি মূলত খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসছে। মানুষ ওদের ভালোবেসে খেতে দেয়। সেজন্য বারবার শহরে চলে আসছে। বনকর্তাদের পরামর্শ, বানরদের যাতে কেউ খাবার না দেয়। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মালদহ জেলা সংগঠনের সহ সম্পাদক সুতীর্থ নন্দী বলেন, গাছ কেটে দেওয়াতেই বাঁদর আসছে। জেলায় গাছ রোপণ করতে হবে। তাহলেই ওরা গাছে ফিরে যাবে। - নিজস্ব চিত্র।
2Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা