উত্তরবঙ্গ

পুজোর মুখে স্বস্তি, জল কমছে গঙ্গা-ফুলহারের

সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: পুজোর মুখে গঙ্গা ও ফুলহার নদীর জলস্তর কমতে শুরু করেছে। মালদহের রতুয়া-১ ও হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের জন্য পুজোর আগে ভালো বার্তা। আর নতুন করে বানভাসি হওয়ার আশঙ্কা নেই বলে জেলা সেচদপ্তরের কর্তাদের দাবি। এক সপ্তাহ আগে গঙ্গা ও ফুলহারের জলস্তর যা ছিল, সেখান থেকে বর্তমানে দুই নদীর জলস্তর কমেছে। ফলে নতুন করে বিপদের আশঙ্কা নেই। তবুও জেলা সেচদপ্তর পরিস্থিতির উপর নজর রাখছে।
রবিবার মানিকচক ঘাটে গঙ্গা নদীর জলস্তর ছিল ২৪.৭৯ মিটার। এক সপ্তাহ আগে এখানে জলস্তর ছিল ২৪.৮৭ মিটার। যেখানে বিপদসীমা  ২৪.৬৯ মিটার। তেলজান্নায় ফুলহার নদীর জলস্তর বর্তমানে ২৭.৮১ মিটার। এক সপ্তাহ আগে এখানে জলস্তর ছিল ২৮.১৪ মিটার। যেখানে বিপদসীমা ২৭.৪৩ মিটার। দুই নদী বিপদসীমার উপর দিয়ে বইছে বেশ কিছুদিন ধরেই। তবে আশার আলো, ধীরে ধীরে জলস্তর কমছে। জেলা সেচদপ্তরের নির্বাহী বাস্তুকার শিবনাথ গঙ্গোপাধ্যায় বলেন, গঙ্গা ও ফুলহার  নদীর জলস্তর কমেছে। ভারী বর্ষণ বা অন্য কোনও সমস্যা তৈরি নাহলে নতুন করে বানভাসি হওয়ার কোনও আশঙ্কা নেই। এবছরের মতো বিপদ মুক্ত বলা যায়। 
পুজোর মুখে নদীর জল কমায় পাড়ের বাসিন্দারা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। পুজোর মধ্যে ভাঙন ও বানভাসি হওয়ার আশঙ্কায় ছিলেন বাসিন্দারা। জল বাড়লে তাঁদের নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটতে হতো। তবে ধীরে ধীরে জল কমতে থাকায় আর বিপদের আশঙ্কা নেই। রতুয়া-১ ব্লকের মহানন্দটোলা অঞ্চলের বাসিন্দা অশোক ঘোষ বলেন, প্রতিবছর ভাঙনের কবলে পড়তে হয় এই এলাকার বাসিন্দাদের। ভিটেমাটি হারা মানুষের মধ্যে উৎসবের আমেজ সাধারণত থাকে না। পুজোর মুখে নদীর জলস্তর কমতে শুরু করেছে। এতে আমাদের চিন্তা কিছুটা কমল। পুজোর কটাদিন অন্তত চিন্তামুক্ত থাকা যাবে। পুজো যেন নির্বিঘ্নে কাটে এই প্রার্থনা করছি।
শনিবার পরিস্থিতি খতিয়ে দেখতে নদী বাঁধ এলাকা পরিদর্শন করেন সেচ দপ্তরের এক প্রতিনিধি দল। হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের দৌলতনগর অঞ্চলে বাঁধ পরিস্থিতি খতিয়ে দেখেন সেচদপ্তরের মুখ্য বাস্তুকার (উত্তর) গোরাচাঁদ দত্ত, মহানন্দা এমব্যাঙ্কমেন্ট ডিভিশনের নির্বাহী বাস্তুকার শুভঙ্কর গুড়িয়া সহ সেচ দপ্তরের অন্যান্য আধিকারিকরা। 
এদিন মানিকচক, রতুয়া-১ এবং হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের ভাঙন কবলিত এলাকার ৮০০ পরিবারকে এক স্বেচ্ছাসেবী সংগঠন ত্রাণ সামগ্রী বিলি করে। পুজোয় দুর্গতদের মুখে হাসি ফোটাতে এই প্রচেষ্টা বলে দাবি সংগঠনটির। সংগঠনের কর্মকর্তাদের সঙ্গে ছিলেন রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়, জেলা পরিষদের সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেন।
(বাঁধের কাজ পরিদর্শনে প্রশাসনের আধিকারিকরা। দৌলতনগরে তোলা নিজস্ব চিত্র। )
2Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা