উত্তরবঙ্গ

ফান্ডের অভাব, এবছর পুজোই হচ্ছে না রায়গঞ্জ সংশোধনাগারে

নির্মাল্য সেনগুপ্ত, রায়গঞ্জ: পুজোর আনন্দে সর্বত্র উচ্ছ্বাস। রায়গঞ্জ শহরের উঁচু মোটা প্রাচীর ঘেরা জেলা সংশোধনাগারে তখন বিষাদের সুর। কারণ সংশোধনাগারের অন্দরে এবার পুজোর রোশনাই নেই। হচ্ছে না দুর্গাপুজো। যা নিয়ে বিষাদ আবাসিকদের মধ্যে। জেলা সংশোধনাগার সূত্রে খবর, ফান্ডের অভাবেই এবার  পুজোয় অপারগ কর্তৃপক্ষ। 
রায়গঞ্জ জেলা সংশোধনাগারটি বহু পুরনো। একদা এটি মহকুমাস্তরের জেল ছিল। পরে জেলা সংশোধনাগারে উন্নীত হয়। এখানে তিনশোর বেশি আবাসিক রয়েছেন। তাঁদের কেউ বিচারাধীন, অনেকে আবার সাজাপ্রাপ্ত। কোনও না কোনওভাবে অপরাধে জড়িয়ে সংশোধনাগারের গরাদই এখন তাঁদের ঠিকানা। তবুও দুর্গাপুজোয় উচ্ছ্বাস,উল্লাসের ছোঁয়া থাকে সংশোধনাগারের অন্দরে। গত বছরেও সংশোধনাগারের চৌহদ্দিতে পুজো হয়েছে। কিন্তু এবার ব্যতিক্রম। হচ্ছে না পুজোর কোনও আয়োজন। রবিবার তৃতীয়াতেও পুজোর আয়োজন  হচ্ছে না দেখে মন খারাপ  সংশোধনাগার জুড়ে। 
সংশোধনাগার সূত্রে খবর, আয়োজনের কোনও লক্ষণ না দেখে গত কয়েক সপ্তাহ ধরে জেলের আবাসিকদের মধ্যে পুজো নিয়ে প্রশ্ন জাগছিল। সময়, সুযোগ পেলেই এবার দুর্গাপুজো হচ্ছে কি না, পাহাড়াদারদের কাছে এমন  প্রশ্ন ছুড়ে দিচ্ছিলেন বন্দিরা। কারণ সংশোধনাগারে পুজো হলে অনেকটা আগে থেকে প্রস্তুতি শুরু হয়। তা নিয়ে উৎসাহও থাকে চরমে। কিন্তু এবার সেই প্রস্তুতির কোনও কিছু নজরে পড়েনি।
সংশোধনাগার সূত্রে খবর, কর্তৃপক্ষ প্রশাসনিকভাবে ফান্ড জোগাড়ের চেষ্টা করেছিল। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আবেদন নিবেদনও করা হয়। কিন্তু তাতে সাড়া মেলেনি। সংশোধনাগারের অ্যাসিস্ট্যান্ট সুপার শশাঙ্ক শেখর মণ্ডল বলেন, বিস্তারিত কিছু বলতে পারব না। তবে ফান্ডের অভাবেই এবার পুজো হচ্ছে না।
যদিও, সপ্তমী থেকে দশমী পর্যন্ত খাওয়াদাওয়ার বিশেষ আয়োজন করা হতে পারে। মেনুতে বাসন্তী পোলাও, পনির, মাংস, মিষ্টির ব্যবস্থা করার পরিকল্পনা চলছে বলে জানা গিয়েছে। 
সংশোধনাগার সূত্রে জানা গিয়েছে, গত দু’বছর আবাসিকরা যেসব পণ্য তৈরি করতেন, সেগুলি বিক্রির পর একটা লভ্যাংশ ও রাজ্য থেকে পুজোর জন্য ফান্ড মিলত। এবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পুজো আয়োজনের অর্থ দেওয়ার আবেদন জানালেও সদর্থক কোনও উত্তর আসেনি। পুজো আয়োজন না হলেও বাইরে ঠাকুর দেখতে যাওয়ার ব্যবস্থা এবার করা হচ্ছে না বলে খবর। পুজোর কটা দিন যদি আবাসিকদের সঙ্গে কেউ দেখা করতে আসেন, সেক্ষেত্রেও কড়া নিয়ন্ত্রণ থাকবে।
পুজো না হওয়া প্রসঙ্গে বিধায়ক কৃষ্ণ কল্যাণীর মন্তব্য, বিষয়টি জানা ছিল না। কারামন্ত্রীর সঙ্গে কথা বলে উদ্যোগ নেব। - নিজস্ব চিত্র।
2Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা