উত্তরবঙ্গ

ডেঙ্গু সম্পর্কে সচেতন করবে শহিদগড় স্কুলপাড়া সর্বজনীন

সোমনাথ চক্রবর্তী, ময়নাগুড়ি: পুজোয় সাধারণ মানুষকে ডেঙ্গু নিয়ে সচেতন করার উদ্যোগ নিয়েছে ময়নাগুড়ির শহিদগড় স্কুলপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটি। পুজোর পরিচালনায় শহিদ কিশোর সংঘ। এবছর তাদের পুজোর নবম বর্ষ। হাতে হাত মিলিয়ে ক্লাব সদস্যরা পুজোর আয়োজন করছেন। ক্লাবের সামনের কালীবাড়িতে চলছে মণ্ডপ গড়ার কাজ।
শহরের ১৬ নম্বর ওয়ার্ডের স্কুল শহিদগড় পাড়ার বাসিন্দারা ৯ বছর আগে  পুজো করার সিদ্ধান্ত নেন। এলাকার ক্লাব শহিদ কিশোর সংঘ পুজো পরিচালনার দায়িত্ব নেয়। একসময় দশমীতে পাড়ার মহিলাদের সিঁদুর খেলায় মেতে উঠতে কিছুটা দূরে অন্য মণ্ডপে যেতে হতো। শহিদ কিশোর সংঘ পুজোর আয়োজন করায় সেই ঝক্কি কমেছে। পুজোর ক›দিন এলাকার বিভিন্ন বয়সীরা মণ্ডপের সামনে গল্প ও আড্ডার আসর জমিয়ে তোলেন। এবছর মণ্ডপ তৈরি করছেন দিগেন রায়। মূর্তি গড়ছেন বিপুল পাল। আলোকসজ্জায় রয়েছেন ভজন রায়। পুজোর উদ্বোধন হবে ষষ্ঠীতে। এলাকার বৃদ্ধদের নিয়ে এবং বিশিষ্ট সমাজ সেবীদের উপস্থিতিতে এই পুজোর উদ্বোধন হবে। পুজোর সন্ধ্যায় থাকবে নানা সাংস্কৃতিক ও প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। দশমীতে পুরস্কার বিতরণ হবে। ৮৫ হাজার টাকা অনুদান পেয়ে তারা রাজ্য  সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। 
এবছর কমিটির সভাপতি দায়িত্বে সুবীরকুমার বিশ্বাস। সহ সভাপতি তাপস সরকার এবং রবি সরকার। সম্পাদক সুব্রত সাহা। সহ-সম্পাদক মৈনাক বিশ্বাস এবং শুভ ঘোষ। কোষাধ্যক্ষ সুরজিৎ সাহা। হিসাব পরীক্ষক সুজয় সাহা এবং সুমন সূত্রধর। 
সুরজিৎ এবং পীযূষ বলেন, আমাদের পুজোতে বিভিন্ন সামাজিক বার্তা প্রচার করা হবে। আমরা ডেঙ্গু নিয়ে বিশেষ প্রচার চালাব। - নিজস্ব চিত্র।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক সম্পত্তি বিক্রয়ে অর্থাগমের যোগ। যেকোনও ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৮ টাকা৮৫.০২ টাকা
পাউন্ড১০৭.১৭ টাকা১১০.৯৫ টাকা
ইউরো৮৯.৮৫ টাকা৯৩.২৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা