উত্তরবঙ্গ

ঘোকসাডাঙা গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হল বিজেপির 

সংবাদদাতা, মাথাভাঙা: বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন ঘোকসাডাঙা গ্রাম পঞ্চায়েতের প্রধান সীমা সরকার দেবনাথ। এদিন কোচবিহার জেলা পার্টি অফিসে তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। বিজেপির গড় বলে পরিচিত ঘোকসাডাঙা গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হল বিজেপির। ফলে গত লোকসভা নির্বাচনের পর দলবদলে সবচেয়ে বড় চমক দিল শাসকদল। তবে এই দলবদল নিয়ে কিছুটা নিশ্চুপ বিজেপি শিবির। তৃণমূলের দাবি, এদিন শুধু প্রধান নয়। তাঁর সঙ্গে এক পঞ্চায়েত সদস্যও তৃণমূলে যোগদান করেছেন। 
প্রসঙ্গত, গত পঞ্চায়েত নির্বাচনে ঘোকসাডাঙা পঞ্চায়েতের ১৮টি আসনের মধ্যে ১০টিতে বিজেপি ও আটটিতে তৃণমূল জয়ী হয়। বর্তমানে প্রধান ও এক পঞ্চায়েত সদস্যের যোগদানের ফলে তৃণমূলের সদস্য সংখ্যা দাঁড়াল ১০। আর বিজেপির ৮। 
মাথাভাঙা-২ ব্লকে বিজেপির একাধিক হেভিওয়েট নেতারা বার বার জনসভা করেছেন ঘোকসাডাঙায়। বিজেপির মাথাভাঙা বিধানসভার বিধায়ক সুশীল বর্মনের বাড়িও পাশের গ্রাম পঞ্চায়েত লতাপোঁতায়। ফলে বিজেপির বিধায়কের নাকের ডগায় এবার দলবদল করে গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা দখল করল তৃণমূল। অপরদিকে, দু’দিন আগে বড়শৌলমারি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ দু’জন পঞ্চায়েত সদস্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। পরেরদিন তৃণমূল সদলবলে গ্রাম পঞ্চায়েত অফিসেও যায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে। যদিও বুধবার রাতে একজন গ্রাম পঞ্চায়েত সদস্য আবারও বিজেপিতে চলে যায়। ফলে দলবদল, পাল্টা দলবদল ঘিরে এখন সরগরম মাথাভাঙা-২ ব্লক। এ ব্যাপারে তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক তথা মাথাভাঙা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি সাবলু বর্মন বলেন, বিজেপির কিছুই থাকবে না। মানুষ উন্নয়ন চায়, বিজেপির ভাঁওতাবাজি সবাই বুঝে গিয়েছে। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করা ঘোকসাডাঙা গ্রাম পঞ্চায়েতের প্রধান সীমা সরকার দেবনাথ বলেন, উন্নয়নের স্বার্থে আমি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলাম। 
বিজেপির মাথাভাঙার বিধায়ক সুশীল বর্মন বলেন, ঘোকসাডাঙা গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃণমূলে যোগদান করার বিষয়টি জানি না। খবর নিয়ে দেখছি। ওরা তো ভয় দেখিয়ে এসব করছে। মানুষ এর জবাব দেবে। 
2Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা