উত্তরবঙ্গ

বকেয়ার দাবিতে ভ্যাক্সিন স্টোরে তালা বিএমওএইচকে ঘিরে বিক্ষোভ

সংবাদদাতা, ইটাহার: বকেয়া সাম্মানিকের দাবিতে ভ্যাক্সিন স্টোররুমে তালা মেরে বিক্ষোভ দেখালেন অলটারনেটিভ ভ্যাক্সিন ডেলিভারির চুক্তিভিত্তিক কর্মীরা। সেই সময় কর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠল ব্লক স্বাস্থ্য আধিকারিকের বিরুদ্ধে। প্রতিবাদী কর্মীদের উপর তিনি চড়াও হন বলে আন্দোলনকারীদের অভিযোগ।  ইটাহার থানায় ব্লক স্বাস্থ্য আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ করেছেন ওই কর্মীরা। পরিস্থিতি সামাল দিতে ইটাহার গ্রামীণ হাসপাতাল চত্বরে বিশাল পুলিস বাহিনী মোতায়েন করা হয়। এই অচলাবস্থায় ব্লকজুড়ে থমকে গিয়েছে অক্টোবর মাসের প্রথম সপ্তাহের ভ্যাক্সিনেশন প্রক্রিয়া। তবে, সিএমওএইচ পূরণ কুমার শর্মা বলেছেন, বিএমওএইচকে হেনস্তা করা হয়েছিল। টিকাদানের মতো জরুরি কাজেও বাধা দেন ওই কর্মীরা। তাঁর তরফেও থানায় অভিযোগ করা হবে।
ইটাহার ব্লকে ৬২টি উপস্বাস্থ্য কেন্দ্রে প্রতিমাসে চারদিন ভ্যাক্সিনেশন কর্মসূচির আয়োজন করে স্বাস্থ্য দপ্তর। হাসপাতাল থেকে উপস্বাস্থ্যকেন্দ্রে ভ্যাক্সিন নিয়ে যাওয়ার জন্য নিযুক্ত করা হয়েছে ৬২ জন চুক্তিভিত্তিক কর্মী। এই কর্মীদের দায়িত্ব দিয়েছেন উপস্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বে থাকা এএনএম কর্মীরা। দপ্তর সূত্রে খবর, ২০ কিলোমিটারের মধ্যে উপস্বাস্থ্য কেন্দ্রে ভ্যাক্সিন পৌঁছনোর জন্য কর্মীরা পান ৯০ টাকা। তার বেশি দূরে যেতে হলে মেলে ২০০ টাকা। 
গত ১০ মাস সেই সাম্মানিক না পেয়ে বৃহস্পতিবার ইটাহার গ্রামীণ হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান চুক্তিভিত্তিক কর্মীরা। এদিন ভ্যাক্সিনের স্টোররুমে তালা মেরে বিক্ষোভ দেখাতে থাকায় ভ্যাক্সিনেশন কর্মসূচি বন্ধ হয়ে যায় ব্লকজুড়ে। বিক্ষোভ চলাকালীন ঘটনাস্থলে আসেন বিএমওএইচ ডাঃ মনুগোড়া ফেবরিট এক্কা। তিনি সমস্যার সমাধান না করে দুর্বব্যবহার করেন বলে অভিযোগ। এক কর্মী কিরণ রায় বলেন, ন্যায্য দাবি জানাতে গিয়ে আমাদের বিএমওএইচয়ের কাছে দুর্ব্যবহারের শিকার হতে হয়েছে। আমাদের দিকে তেড়ে আসেন। কার্যত চড়াও হন। ইটাহার থানার আইসি সুকুমার ঘোষ জানিয়েছেন, বিএমওএইচের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ জমা পড়েছে। 
পরিস্থিতি মোকাবিলায় ইটাহার থানার বিশাল পুলিস বাহিনী সেখানে পৌঁছয়। তখন ঘটনাস্থল ছেড়ে চলে যান ব্লক স্বাস্থ্য আধিকারিক। পরবর্তীতে ক্যারিয়ার কর্মীরা ইটাহার থানায় বিএমওএইচের বিরুদ্ধে দলগতভাবে লিখিত অভিযোগ জানান। বকেয়ার দাবিতে ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে আগে স্মারকলিপি দেওয়া হলে তিনি দুর্গাপুজোর আগে মিটিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন বলে এদিন জানান বিক্ষোভকারী কর্মীরা। বিক্ষোভকারী আনিসুর রহমান জানান, ১০ মাস টাকা পাচ্ছি না। কী করে সংসার চালাব বুঝতে পারছি না। সেজন্য সবাই মিলে বিক্ষোভে শামিল হয়েছি। 
মনুগোড়াকে বারবার ফোন ও মেসেজ করা হলেও প্রতিক্রিয়া জানাননি। অভিযোগ পেয়ে খতিয়ে দেখছে ইটাহার থানার পুলিস।  নিজস্ব চিত্র।
2Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা