উত্তরবঙ্গ

ধসে বিপর্যস্ত পাহাড় সুখিয়াপোখরিতে মৃত ১

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: প্রকৃতির রোষ অব্যাহত। ফের ধসে বিধ্বস্ত পাহাড়। ভারী বৃষ্টির জেরে বৃহস্পতিবার সকালে ঘণ্টা খানেকের মধ্যে দার্জিলিং ও কালিম্পংয়ের প্রায় ২২৯টি ধসের ঘটনা ঘটে। সুখিয়াপোখরিতে মৃত্যু হয় একজনের। সিকিমগামী ১০ নম্বর জাতীয় সড়ক সহ ১১টি রাস্তা, ঝোরা, টয় ট্রেনের লাইন, ৭২টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দার্জিলিংয়ে টয় ট্রেনের জয়রাইড বন্ধ হয়ে যায়। সব মিলিয়ে ক্ষতিগ্রস্ত ২০৩ জন। তবে আটকে পড়া পর্যটকরা নিরাপদে গন্তব্যে ফিরেছেন। আরও দু’দিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পাহাড়ে। সমগ্র পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তায় পর্যটন ব্যবসায়ীরা। প্রশাসন অবশ্য পরিস্থিতি মোকাবিলা করতে একগুচ্ছ পরিকল্পনা নিয়েছে। 
মাঝে দু’দিন বৃষ্টি ছিল না। বুধবার রাত থেকে ফের বৃষ্টি নামে পাহাড়ে। প্রশাসন সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় দার্জিলিং পাহাড়ে বৃষ্টি হয়েছে ১৮৪.৪ মিলিমিটার। এরজেরে ধসে বিপর্যস্ত পাহাড়। ভোরে সুখিয়াপোখরি ব্লকের বুজুয়া গ্রামে ধসে চাপা পড়ে মৃত্যু হয় রঘুবীর রাইয়ের (৭৮)। রান্নাঘরে কাজ করতে গিয়ে তিনি ধসে চাপা পড়েন। পুলিস জানিয়েছে, মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তাঁর পরিবারের সদস্যদের বিপর্যয় ব্যবস্থাপনা দপ্তর থেকে ক্ষতিপূরণ বাবদ দু’লক্ষ টাকা দেওয়া হবে। জেলাশাসক প্রীতি গোয়েল বলেন, মৃতের পরিবারের সদস্যদের সহায়তা করার প্রক্রিয়া শুরু হয়েছে। 
এরবাইরে দার্জিলিং শহর, রংলিরংলিয়ট, পুলবাজারও ধসে বিধ্বস্ত। প্রশাসন সূত্রে খবর, কয়েক ঘণ্টার মধ্যে শহর ও তিনটি ব্লকে ধস নামার ২২৯টি ঘটনা ঘটে। পাহাড় থেকে মাটি, পাথর, গাছ হুড়মুড়িয়ে রাস্তা ও বাড়ির উপর পড়েছে। কোথাও রাস্তা ও বাড়ি ধসেছে। পুলবাজার ব্লকে ধসের সংখ্যা সর্বাধিক, ৭৭টি। এখানে ২৯টি গ্রামের ৮৬ জন ক্ষতিগ্রস্ত। ২৯টি বাড়ি নষ্ট হয়েছে। সুখিয়াপোখরি ব্লকে ৬৭টি ধসের ঘটনায় ক্ষতিগ্রস্ত ৯০ জন গ্রামবাসী। এখানে ১৩টি গ্রামে ক্ষতিগ্রস্ত বাড়ি ২৩টি। রংলিরংলিয়ট ব্লকে ৩৫টি ধসের ঘটনায় ক্ষতিগ্রস্ত ১২ জন। একটি বাড়ি ক্ষতিগ্রস্ত। দার্জিলিং শহরে ৫০টি ধসের ঘটনায় ক্ষতিগ্রস্তের সংখ্যা ১৫ জন। ক্ষতিগ্রস্ত বাড়ির সংখ্যা তিনটি। 
ধসের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রচুর রাস্তা। সুখিয়াপোখরি থেকে মানেভঞ্জন, রাঙ্গারন, চামটং, জামুনি, গুরুদং ফরেস্ট রোড, ঋষিহাটা রোড, ওল্ড ঘুম রোড, গান্ধী রোড প্রভৃতি উল্লেখযোগ্য। দীর্ঘসময় রাস্তা বন্ধ থাকায় বেশকিছু পর্যটক মানেভঞ্জনে আটকে পড়েন। রাস্তা থেকে ধস সরানোর পর পর্যটকরা গন্তব্যে ফিরেছেন। ধসের জেরে দার্জিলিং থেকে ঘুম টয় ট্রেনের জয়রাইডও বন্ধ। রাজ্যে রিপোর্ট পাঠিয়েছে জেলা প্রশাসন। জেলাশাসক বলেন, যুদ্ধকালীন তৎপরতায় ধস সরিয়ে অধিকাংশ রাস্তা স্বাভাবিক করা হয়েছে। 
এদিকে, গত ২৪ ঘণ্টায় কালিম্পংয়ে বৃষ্টি হয় ৭৯ মিমি। সিকিমগামী ১০ নম্বর জাতীয় সড়কের চিত্রেতে ধস নামে। দীর্ঘক্ষণ রাস্তা বন্ধ থাকে। আবহাওয়া দপ্তর শনিবার পর্যন্ত পাহাড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। পুজোর মুখে এনিয়ে ট্যুর অপারেটর সম্রাট সান্যাল বলেন, প্রাকৃতিক বিপর্যয়ের জেরে পর্যটন ব্যবসা ব্যাপক লোকসানের মুখে পড়েছে।  তিস্তার গ্রাসে রাস্তা। চমকডাঙিতে তোলা নিজস্ব চিত্র।
2Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা