বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

পুজোর আগেই বালুরঘাটে শিল্পপার্কের টেন্ডার, জমি পরিদর্শন মন্ত্রী-ডিএমের

সংবাদদাতা, বালুরঘাট: পুজোর আগেই বালুরঘাটে ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরির জন্য টেন্ডার করা হবে বলে বালুরঘাটে এসে  জানালেন ক্ষুদ্র শিল্প উন্নয়ন কর্পোরেশনের ভাইস চেয়ারম্যান মোশারফ হোসেন।
বৃহস্পতিবার বালুরঘাটের পাশেই পশ্চিম রায়নগরে ৫১২ জাতীয় সড়কের ধারে জমি পরিদর্শন করেন মোশারফ হোসেন, ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র, জেলাশাসক বিজিন কৃষ্ণা ও প্রশাসনের আধিকারিকরা। পুজোর পরে কাজ শুরু করা হবে বলে ইঙ্গিত দেন মোশারফ। প্রায় ছয় একর জমিতে ৯ কোটি টাকা ব্যয়ে ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করা হবে বলে জানা গিয়েছে। এই ইন্ডাস্ট্রিয়াল পার্ক হলে কৃষি প্রধান দক্ষিণ দিনাজপুর জেলার বেকারদের কর্মস্থানের সুযোগ হওয়ার পাশাপাশি অর্থনীতি অনেকটাই বদলে যাবে বলে মনে করছেন অনেকে। মোশারফ বলেন, টাকা বরাদ্দ হয়েছে। পুজোর আগে টেন্ডার করে কাজ শুরু হয়ে যাবে।
মন্ত্রী বিপ্লব মিত্র বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন বুনিয়াদপুরে ওয়াগন ফ্যাক্টরি করার উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু বিজেপি সরকার সেটি বন্ধ করে দেয়। নতুন করে শিল্প পার্ক তৈরি করার উদ্যোগ নিয়েছি।  দ্রুত কাজ শুরু হয়ে যাবে। জেলার ছেলেমেয়েদের রোজগারের পথ খুলে যাবে।
এই শিল্পপার্কে বিভিন্ন ক্ষুদ্র ও মাঝারির পাশাপাশি অনুসারী শিল্পও গড়ে উঠবে বলে আশাবাদী প্রশাসন। আশা করা হচ্ছে, এতে প্রচুর কর্মসংস্থানের সুযোগ  হবে। জেলায় শিল্পায়ন নিয়ে দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছিলেন এখানকার বাসিন্দারা। সেই দাবি মেটাতেই এই পরিকল্পনা। শিল্পাঞ্চল গড়ে উঠলে এলাকার আর্থ-সামাজিক উন্নয়ন ঘটবে এবং বালুরঘাটে ব্যবসা-বাণিজ্যও প্রসার লাভ করবে।
4Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন।  অর্থপ্রাপ্তির যোগ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৩ টাকা৮৭.৫৭ টাকা
পাউন্ড১০৪.০৫ টাকা১০৭.৭৪ টাকা
ইউরো৮৭.৩০ টাকা৯০.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা