বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

আধার লিঙ্ক থাকায় রেশন সামগ্রীতে কারচুপি কমেছে

সংবাদদাতা, জলপাইগুড়ি: রেশন কার্ডের সঙ্গে আধারের লিঙ্ক থাকায় রেশনে খাদ্যসামগ্রীর কারচুপি অনেকাংশেই কমিয়ে আনা গিয়েছে। এক্ষেত্রে প্রযুক্তিকে ব্যবহার করে নাগরিকদের পরিষেবা অত্যন্ত ভালোভাবে দেওয়া যাচ্ছে। তার পরেও রেশনে বণ্টন করা খাদ্যসামগ্রী নিয়ে কোনও গ্রাহকের অভিযোগ থাকলে, তা জানানোর জন্য মোবাইল নম্বরও চালু করা হয়েছে। বৃহস্পতিবার দুয়ারে রেশনের কাজ পরিদর্শনে এসে এমনটাই জানালেন জলপাইগুড়ি সদর মহকুমা শাসক তমোজিৎ চক্রবর্তী এবং সদর মহকুমা খাদ্য নিয়ামক শুভাশিস বায়েন।
খাদ্যসামগ্রী পাওয়ার ক্ষেত্রে যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য দুয়ারে রেশন চালু করেছে রাজ্য সরকার। বছর দুয়েক আগে চালু করা এই কর্মসূচি কেমন চলছে, খতিয়ে দেখতে এর আগেও জেলা প্রশাসন ও খাদ্যদপ্তরের আধিকারিকরা অভিযান চালিয়েছেন। বৃহস্পতিবার জলপাইগুড়ি সদর মহকুমা শাসক খাদ্যদপ্তরের আধিকারিকদের নিয়ে ২৫ নম্বর ওয়ার্ডের শান্তিপাড়ায় দুয়ারে রেশন কর্মসূচিতে অভিযানে নামেন। সেখানে গিয়ে গ্রাহকদের সঙ্গে কথা বলার পাশাপাশি খাদ্যসামগ্রীর গুণগতমান ঠিক আছে কি না, সেই সম্পর্কেও খোঁজখবর করেন। 
এসডিও বলেন, রাজ্য সরকারের যে সমস্ত জনমুখী প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষ উপকৃত হচ্ছে, সেগুলি তৃণমূলস্তরে কীভাবে রূপায়িত হচ্ছে, তা দেখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তা দেখতেই এদিনের অভিযান। এই অভিযান সদর মহকুমার সমস্ত জায়গায় চালানো হচ্ছে। এখানে এসে তেমন কিছু খামতি নজরে আসেনি। বাড়ির সামনে রেশন সামগ্রী পাওয়ায় এখানকার মানুষ উপকৃত হচ্ছেন। আধার লিঙ্ক করার কারণে রেশনের কারচুপি অনেক কমেছে। তবে তারপরেও কোনও সমস্যা সামনে এলে বা অভিযোগ পাওয়া গেলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। 
সদর মহকুমা খাদ্য নিয়ামক শুভাশিস বায়েন বলেন, সঠিক মানের খাদ্যশস্য দেওয়া হচ্ছে। কিন্তু, তারপরেও পোকাযুক্ত বা নিম্নমানের খাদ্যশস্য সরবরাহ করার অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ জানাতে মোবাইল নম্বর চালু করা হয়েছে। এছাড়া গ্রাহকরা নিজেরা দপ্তরে গিয়েও অভিযোগ জানাতে পারবেন।  নিজস্ব চিত্র।
4Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন।  অর্থপ্রাপ্তির যোগ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৩ টাকা৮৭.৫৭ টাকা
পাউন্ড১০৪.০৫ টাকা১০৭.৭৪ টাকা
ইউরো৮৭.৩০ টাকা৯০.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা