বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

চা শ্রমিকদের পুজোর বোনাস নিয়ে তৃতীয় বৈঠকও নিষ্ফলা

সংবাদদাতা, আলিপুরদুয়ার: মঙ্গলবারের বৈঠকেও চা বাগানের বোনাস নিয়ে কোনও নিষ্পত্তি হল না। তবে কলকাতায় বেঙ্গল চেম্বার অব কমার্সের ভবনে এদিনের বৈঠকে এই প্রথম মালিকপক্ষ প্রাথমিকভাবে শ্রমিকদের ১০ শতাংশ পর্যন্ত বোনাস দেওয়ার কথা জানিয়েছে। যদিও শ্রমিক সংগঠনগুলি তা প্রত্যাখ্যান করেছে। বৈঠকে শ্রমিক সংগঠনগুলি সম্মানজনক বোনাসের দাবি জানায়। ফলে এদিন তৃতীয় বৈঠকেও চা বাগান শ্রমিকদের বোনাস নিয়ে কোনও সম্মানজনক রফাসূত্র বের হয়নি। 
চা শিল্প মহলের ধারণা, পরবর্তী বৈঠকে বোনাস নিয়ে চূড়ান্ত রফা সূত্র বের হতে পারে। যদিও পরবর্তী বোনাস বৈঠক ঠিক কবে হবে, তার নির্দিষ্ট কোনও দিন ঠিক হয়নি। সামনেই বিশ্বকর্মা পুজো। ফলে দু’একদিনের মধ্যেই বোনাস বৈঠক হওয়ার আর সম্ভাবনা নেই। তবে চা শ্রমিক সংগঠনগুলি ও মালিক সংগঠনগুলি সূত্রে জানা গিয়েছে, পরবর্তী বোনাস বৈঠক ২০ বা ২১ তারিখের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। 
গতবছর শ্রমিকদের ১৯ শতাংশ পর্যন্ত বোনাস হয়েছিল। যদিও সব বাগানেই তা নয়। ক্যাটাগরি হিসেবে কোনও কোনও বাগানে ১০, ১৫ বা ১২ শতাংশ করে বোনাস পেয়েছিলেন শ্রমিকরা। এবছর প্রাকৃতিক দুর্যোগের কারণে চায়ের উৎপাদন মার খেয়েছে। বাজারে চায়ের দাম পাওয়া যায়নি। ফলে ১৪-১৫ শতাংশের মধ্যে বোনাস থাকতে পারে বলে জানা যাচ্ছে। 
তবে এদিনের বৈঠকে মালিকপক্ষ ১০ শতাংশের উপরে বোনাস বাড়ানোরও আশ্বাস দিয়েছে। তৃণমূল চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান নকুল সোনার বলেন, মালিকপক্ষ এই প্রথম ১০ শতাংশ বোনাস দেওয়ার কথা জানিয়েছে। আমরা প্রত্যাখ্যান করেছি। মালিকপক্ষ বোনাসের পরিমাণ আরও বাড়ানোর আশ্বাস দিয়েছে। সেইজন্য আমরা মালিকপক্ষকে আশ্বস্ত করেছি তারজন্য বাগানে কোনও গেট মিটিং করা হবে না। 
বিজেপির চা শ্রমিক সংগঠন বিটিডব্লুইউয়ের চেয়ারম্যান এমপি মনোজ টিগ্গা বলেন, মালিকপক্ষ তাদের এদিনের ঘোষিত বোনাস আরও বাড়ানোর বিষয়ে বিবেচনার আশ্বাস দিয়েছে। দেখা যাক পরবর্তী বৈঠকে তা কী হয়।  টি অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার (টাই) উত্তরবঙ্গের চেয়ারম্যান চিন্ময় ধর বলেন, ২০ বা ২১ তারিখে পরবর্তী বোনাস বৈঠক হতে পারে। সেই বৈঠকেই বোনাস চূড়ান্ত হয়ে যাবে। শ্রমিক সংগঠনগুলি আশ্বস্ত করেছে বোনাস বাড়ানোর দাবিতে বাগানে কোনও গেট মিটিং হবে না।
4Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন।  অর্থপ্রাপ্তির যোগ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৩ টাকা৮৭.৫৭ টাকা
পাউন্ড১০৪.০৫ টাকা১০৭.৭৪ টাকা
ইউরো৮৭.৩০ টাকা৯০.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা