বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

বিষ্ণুর দশ অবতারকে থিম করেছে এয়ারভিউ কমপ্লেক্স অ্যাসোসিয়েশন

সন্দীপন দত্ত, মালদহ: মর্ত্যে যখনই কোনও অশুভ শক্তি মাথাচাড়া দিয়েছে তখনই বিভিন্ন রূপে বিষ্ণুর আগমন ঘটেছে। বর্তমান সমাজে খুন, ডাকাতি, ধর্ষণের মতো অশুভ শক্তিকে বিনাশ করতেই বিষ্ণুর দশ অবতারকে থিম হিসেবে ফুটিয়ে তুলছে ইংলিশবাজার শহরের আইটিআই মোড় অঞ্চলের এয়ারভিউ কমপ্লেক্স অ্যাসোসিয়েশন। পুজোয় প্রতি বছরের মতো এবছরও থাকছে থিমের চমক। 
এয়ারভিউ কমপ্লেক্স অ্যাসোসিয়েশনের সম্পাদক অসীম দাস বলেন, আমরা জানি যে বিষ্ণু যুগে যুগে অবতীর্ণ হয়ে অশুভ শক্তিকে বিনাশ করেছেন। তারই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদের এই থিমের ভাবনা। কারণ, বর্তমানে আমরা যে অবস্থায় দাঁড়িয়ে রয়েছি, সেখানে আমরা চারদিকে খুন, রাহাজানি, ধর্ষণ সহ নানা ধরনের অপরাধ দেখছি। এসবের মূলেই রয়েছে অশুভ শক্তি। সেই অশুভ শক্তিকে বিনাশ করতেই ভগবান বিষ্ণুর দশ অবতারকে আমরা এবার থিম করেছি। 
এবছর পুজোয় এয়ারভিউ কমপ্লেক্স পুজো কমিটির বিশেষ আকর্ষণ বাঁশের লাইটিং। বাঁশ দিয়ে ছোট বড় বিভিন্ন ধরনের হস্তশিল্প তৈরি করা হচ্ছে। তারপর সেই সমস্ত বাঁশের সামগ্রীগুলির মধ্যে বিভিন্ন রকমের আলো দেওয়া হবে। পুজো প্যান্ডেলের ভিতরের দেওয়াল বাঁশের আলোক সজ্জায় সাজিয়ে তোলা হবে। মূলত আলো দিয়েই বিষ্ণুর দশ অবতার ফুটিয়ে তোলা হবে। আর এই পুরো কাজটাই করছেন মালদহ জেলার আদিবাসী শিল্পীরা। 
পুজো কমিটির সভাপতি মৈনাক পোদ্দার বলেন, আমাদের এবছরের থিম বিষ্ণুর দশ অবতার। যা আলোকসজ্জার মাধ্যমে ফুটিয়ে তোলা হবে। এবারের পুজোয় আমরা আদিবাসী ভাই বোনেদের শামিল করেছি। তারাই বাঁশ দিয়ে বিভিন্ন ধরনের হস্তশিল্প তৈরি করছে। বাঁশের সেই বিভিন্ন কাজগুলিতে লাইট বসিয়ে আলোকসজ্জায় সজ্জিত করা হবে।
এয়ারভিউ কমপ্লেক্স অ্যাসোসিয়েশনের পুজোর এবছর ২৮তম বর্ষে পদার্পণ করছে। তৃতীয়ায় তাঁদের পুজোর উদ্বোধন করবেন ইংলিশবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। পুজোয় প্যান্ডেলে সকলে মিলে জমজমাট আড্ডা তো থাকছেই, সেইসঙ্গে অষ্টমী ও নবমীতে সকলে মিলে একসঙ্গে ভোগ খাওয়া এখানকার বিশেষ রীতি। দশমীতে মা দুর্গার বিসর্জনের পর একাদশীতে থাকছে বিজয়া সম্মিলনী।
4Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন।  অর্থপ্রাপ্তির যোগ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৩ টাকা৮৭.৫৭ টাকা
পাউন্ড১০৪.০৫ টাকা১০৭.৭৪ টাকা
ইউরো৮৭.৩০ টাকা৯০.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা