বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য

দীর্ঘ এলিফ্যান্ট করিডর নির্মাণ, বসবে এআই ক্যামেরা, হাতির হানা রুখতে আট দফা পদক্ষেপ নবান্নের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ওড়িশার বাঘ ঢুকে পড়ছে বাংলায়। ঘুরছে এক জেলা থেকে অন্য জেলায়। আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের। শুধু বাঘ নয়, হাতির তাণ্ডবেও ঘুম উড়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, ঝাড়গ্রাম, বাঁকুড়া সহ উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলার। রাজ্যে হাতির সংখ্যা অনেকটা বৃদ্ধি পেয়েছে। গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে গিয়েও হাতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই হাতির তাণ্ডব থেকে রাজ্যের মানুষের জীবন ও সম্পত্তি রক্ষা করতে নয়া ব্লু-প্রিন্ট তৈরি করল নবান্ন। জনবসতি এলাকায় হাতির হানা রুখতে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা এআই-কে কাজে লাগানোর পরিকল্পনা শুরু করল তারা। তবে শুধু এআই ক্যামেরা বসানোই নয়, এর সঙ্গে থাকছে রেডিও কলার, উত্তরবঙ্গের সাতটি জায়গায় প্রায় আট কিলোমিটার দৈর্ঘ্যের ‘এলিফ্যান্ট করিডর’ নির্মাণ সহ একাধিক পদক্ষেপ। সূত্রের খবর, এ বিষয়ে বৃহস্পতিবার সংশ্লিষ্ট জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব মনোজ পন্থ। সেখানেই হাতির হানা রুখতে আট দফা পদক্ষেপের কথা জানিয়ে দেওয়া হয় নবান্নের তরফে। বৈঠকে উপস্থিত ছিলেন বনদপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব মনোজ আগরওয়ালও। 
সম্প্রতি ফালাকাটায় দু’টি হাতির তাণ্ডব এবং বাঘিনি জিনাতের ‘বাংলা-সফর’ সংবাদ শিরোনামে এসেছে। তাই বাঘ ও হাতি—দু’টি ক্ষেত্রেই পুলিস, বনদপ্তর ও জেলা প্রশাসনের সমন্বয় সুনিশ্চিত করে এই ধরনের ঘটনা ঠেকাতে হবে বলে জানিয়েছে নবান্ন। সেই সঙ্গে রাজ্যের নির্দেশ, এমন ঘটনা ঘটলে জেলাশাসকদের মুখ্য ভূমিকা পালন করতে হবে। যে কোনও বিপর্যয় পরিস্থিতি মোকাবিলার মতোই কোনও জনবসতিপূর্ণ এলাকায় হাতির হানা হলে জেলাশাসককে ‘ইনসিডেন্ট কমান্ডার’ হিসেবে কাজ করতে হবে। অর্থাৎ, এবার থেকে পরিস্থিতি মোকাবিলায় তাঁদের উপর থাকবে বিশেষ দায়িত্ব। সেই সঙ্গে যেসব এলাকায় হাতির তাণ্ডব বেশি হয়, সেখানে আবগারি দপ্তরকে সঙ্গে নিয়ে তাড়ি ও স্থানীয়ভাবে তৈরি মদের বিরুদ্ধে অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, উত্তরবঙ্গের সাতটি জায়গায় ৩০০ থেকে ৪০০ মিটার চওড়া যে ‘এলিফ্যান্ট করিডর’ তৈরি করবে রাজ্য, তার এক-একটির জন্য খরচ পড়বে ১০ থেকে ১৫ কোটি টাকা। করিডরের দু’দিক কাঁটা-জাল দিয়ে ঘেরা থাকবে। করিডোরের মধ্যে লাগানো হবে হাতিদের পছন্দের ঘাস। পুকুর কাটা হবে, যাতে তেষ্টা মেটাতে পারে হস্তীকূল। ৫০ মিটার দূর থেকে হাতির উপর নজরদারি চালাতে বনের টাওয়ারগুলিতে এআই ক্যামেরা বসানোর সিদ্ধান্ত হয়েছে। ঝাড়গ্রামে পরীক্ষামূলকভাবে এআই ক্যামেরা ইতিমধ্যে বসানোও হয়েছে।
9h 9m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

একাধিক সূত্র থেকে ধনাগম ও বিশেষ কোনও ক্ষেত্রে বিনিয়োগের পরিকল্পনা। জ্ঞাতি বা প্রতিবেশীর শত্রুতায় গৃহে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.০৬ টাকা৮৬.৮০ টাকা
পাউন্ড১০৩.৮৯ টাকা১০৭.৫৮ টাকা
ইউরো৮৬.৮৫ টাকা৯০.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
11th     January,   2025
দিন পঞ্জিকা