বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য

সমুদ্রতট থেকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার গুজরাতের নাবালক, রহস্য

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বৃহস্পতিবার দুপুরে গুজরাতের সুরাত থেকে আসা সাগর নাইডু নামে এক নাবালক সাগরের সমুদ্র তটে সংজ্ঞাহীন অবস্থায় পড়েছিল। পুলিস তাকে উদ্ধার করে অস্থায়ী হাসপাতালে নিয়ে যায়। সেখানকার চিকিৎসকরা জানান, স্নায়ুর সমস্যা রয়েছে বাচ্চাটির। থেকে থেকে খিঁচুনি দিয়ে উঠছে। তার চিকিৎসা শুরু হয়। তারপর শারীরিক অবস্থা স্থিতিশীল করে পাঠানো হয় ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। শুক্রবার সকালে ছেলের ছবি ও আধার কার্ড নিয়ে খুঁজে খুঁজে হাসপাতালে পৌঁছন সাগরের মা। চিকিৎসকরা তাঁকে ডায়মন্ডহারবার হাসপাতালে ভর্তির খবর জানান। এবং একটি গাড়ির ব্যবস্থা করে মহিলাকে সেখানে পাঠান। নিজের দুই ছেলে-মেয়েকে নিয়ে গঙ্গাসাগরে এসেছিলেন মহিলা। বৃহস্পতিবার ভিড়ের চাপে সাগর হারিয়ে গিয়েছিল। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি মা। ডায়মন্ডহারবার স্বাস্থ্য জেলার মুখ্য
আধিকারিক জয়ন্ত শুকুল বলেন, ‘১৪ বছরের এক নাবালককে এখানে প্রাথমিক চিকিৎসা করে ডায়মন্ডহারবারে পাঠানো হয়েছে। বিভিন্ন শারীরিক পরীক্ষা হয়েছে তার। সে এখন সুস্থ আছে।’ এছাড়াও সাগরে যাওয়ার পথে এক সন্ন্যাসী রাস্তায় অসুস্থ হয়ে পড়েন। তাঁকে ডায়মন্ডহারবারে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শুরু করা সেবাশ্রয় ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে চিকিৎসা করে সুস্থ করে তোলেন চিকিৎসকরা।
শুক্রবার সূচনা হয়েছে গঙ্গাসাগর মেলার। জেলাশাসক সমিত গুপ্তা বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। মেলাকে কেন্দ্র করে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। খাদ্যসুরক্ষা সংক্রান্ত অনুষ্ঠান থেকে শুরু করে প্লাস্টিকমুক্ত গঙ্গাসাগর মেলার কর্মসূচিও পালন করা হয়। 
1d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

একাধিক সূত্র থেকে ধনাগম ও বিশেষ কোনও ক্ষেত্রে বিনিয়োগের পরিকল্পনা। জ্ঞাতি বা প্রতিবেশীর শত্রুতায় গৃহে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.০৬ টাকা৮৬.৮০ টাকা
পাউন্ড১০৩.৮৯ টাকা১০৭.৫৮ টাকা
ইউরো৮৬.৮৫ টাকা৯০.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
11th     January,   2025
দিন পঞ্জিকা