বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য

পৌষ সংক্রান্তির আগে পারদ পতন, তবে রবিবার থেকে ফের বাড়বে তাপমাত্রা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পৌষ সংক্রান্তির আগে পারদ পতন। উত্তুরে হাওয়ার সক্রিয়তার কারণে গত বৃহস্পতিবার থেকে শীতের আমেজ ফিরে এসেছে কলকাতা সহ সারা রাজ্যে। তবে আবহাওয়া দপ্তর সূত্রে খবর, পশ্চিমি ঝঞ্ঝার জেরে আগামীকাল, রবিবার থেকে ফের বাড়তে পারে তাপমাত্রা। আগামী সপ্তাহে মকর সংক্রান্তির সময় কনকনে শীত থাকবে কি না সেটাই এখন দেখার। পৌষ সংক্রান্তিতে জাঁকিয়ে শীত পড়ে, এমন একটা ধারণাও মানুষের মধ্যে আছে। তবে সবসময় বাস্তবে তা হয় না। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর আপাতত যে পূর্বভাস দিয়েছে তাতে ওই সময়ে পশ্চিম ভারতে কোনও পশ্চিমী ঝঞ্ঝা আসার কথা বলা হয়নি। তার আগে আজ, শনিবার একটি ঝঞ্ঝা আসছে। তার জন্য শনিবারের পর তাপমাত্রা কিছুটা বাড়বে, এমনটা বলছেন আবহাওয়াবিদরা। এই ঝঞ্ঝাটি চলে যাওয়ার পরেই যদি নতুন করে কোনও ঝঞ্ঝা না আসে তাহলে মকর সংক্রান্তির সময় উত্তুরে হওয়া সক্রিয় থাকবে। কিন্তু পর পর দুটি ঝঞ্ঝা এলে ততটা কনকনে ঠান্ডা ওইসময় থাকবে না। আপাতত আলিপুর আবহাওয়া দপ্তর ১৪-১৫ জানুয়ারির যে পূর্বাভাস দিয়েছে তাতে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ওই সময় ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার কথা বলা হয়েছে।
আজ, শনিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.২ ডিগ্রি কম। গতকাল, শুক্রবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২.৫ ডিগ্রি কম। আজ, বুধবার সকালে হাল্কা কুয়াশা থাকলেও বেলা বাড়তেই আকাশ পরিষ্কার হয়ে যাবে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ২২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি।
13d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মাতৃকুল থেকে সম্পত্তি প্রাপ্তির যোগ। ডাক্তার, আইনজীবী, প্রমুখের পেশার প্রসার, সুনাম ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৯৮ টাকা৮৭.০৭ টাকা
পাউন্ড১০৫.০৯ টাকা১০৮.০০ টাকা
ইউরো৮৮.৭০ টাকা৯১.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা