বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য

শীঘ্রই শুরু হবে গঙ্গাসাগরে ৪ লেনের সেতু তৈরির কাজ, প্রকাশ্যে এল নকশা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য সরকার নিজের উদ্যোগেই গঙ্গাসাগরের সেতু বানাবে। তা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারের আশ্বাস থাকলেও তা বাস্তবায়িত হয়নি, ফলে এতদিন তৈরি হয়নি সেতুও। কিন্তু এবার রাজ্যই তা বানিয়ে দেবে। এর জন্য খরচ হবে প্রায় দেড় হাজার কোটি টাকা। ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে সেতুর নকশাও। পাশাপাশি সেতুর সার্ভে, টেন্ডার, ডিপিআর সংক্রান্ত কাজও হয়ে গিয়েছে। মুড়িগঙ্গা নদীর উপর দিয়ে তৈরি হবে এই সেতু। যার নাম হবে ‘গঙ্গাসাগর সেতু’, ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ এই ৪ লেনের সেতু কাকদ্বীপ এবং ওপারে থাকা কচুবেড়িয়াকে যুক্ত করবে। সেতুটির দুইপাশেই থাকবে ফুটপাতও। আগামী ৪ বছরের মধ্যে সেতুটির নির্মাণকাজ সম্পন্ন করার সময়সীমা ধার্য করা হয়েছে। পাশাপাশি, সেতুটি তৈরি করতে মোট ১২.৯৭ একর জমি রাজ্য সরকারকে কিনতে হবে। যার মধ্যে কাকদ্বীপ অংশে ক্রয় করতে হবে ৭.৯৫ একর এবং কচুবেড়িয়া অংশে ৫.০১ একর জমি ক্রয় করতে হবে রাজ্য সরকারকে। শীঘ্রই এই সেতু তৈরির কাজ শুরু হবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, গঙ্গাসাগরের সেতুটি ওই এলাকার মানুষদের দীর্ঘদিনের দাবি ছিল। বিশেষ করে গঙ্গার মোহনায় অবস্থিত এই দ্বীপের মানুষকে যাতায়াতের জন্য জলপথের উপরই নির্ভর করতে হত। জোয়ার-ভাটার কারণে তাঁদের কখনও আবার আটকেও পড়তে হয়। মূলত এইসব সমস্যাগুলির কথা ভেবেই  গঙ্গাসাগরের কাছে সেতু তৈরির জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করেছিল রাজ্য সরকার। কিন্তু কেন্দ্রের আশ্বাসের পরও কাজটি বাস্তবায়িত হয়নি। তাই সেতুটি এবার রাজ্য সরকারই তৈরি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
1d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

একাধিক সূত্র থেকে ধনাগম ও বিশেষ কোনও ক্ষেত্রে বিনিয়োগের পরিকল্পনা। জ্ঞাতি বা প্রতিবেশীর শত্রুতায় গৃহে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.০৬ টাকা৮৬.৮০ টাকা
পাউন্ড১০৩.৮৯ টাকা১০৭.৫৮ টাকা
ইউরো৮৬.৮৫ টাকা৯০.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
11th     January,   2025
দিন পঞ্জিকা