বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য

নতুন ভোটার তালিকা নিয়ে বুথস্তর পর্যন্ত সংগঠন শক্তিশালী করতে সক্রিয় তৃণমূল

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। এখন থেকেই তার প্রস্তুতি শুরু করে দিল রাজ্যের শাসক দল। নির্বাচন কমিশনের প্রকাশিত নয়া ভোটার তালিকা নিয়ে বুথস্তর পর্যন্ত সংগঠনকে শক্তিশালী করার কাজ শুরু করে দিয়েছে জোড়াফুল শিবির। আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে, জানুয়ারি মাসে পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ হবে। তার উপর ভিত্তি করেই বিধানসভা ভোট করাবে নির্বাচন কমিশন। তৃণমূল অবশ্য এবছর প্রকাশিত ভোটার তালিকাকেই জনসংযোগের জন্য বাড়তি গুরুত্ব দিচ্ছে। গত সোমবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। তাতে দেখা গিয়েছে, রাজ্যের মোট ভোটার সংখ্যা ৭ কোটি ৬৩ লক্ষ ৯৬ হাজার ১৬৫। এবার ভোটার তালিকায় নতুন নাম তুলেছেন ১০ লক্ষ ৭৮ হাজার ১১৯ জন। তালিকা থেকে বাদ গিয়েছে ৬ লক্ষ ৯৬ হাজার ৬৭০ জনের নাম। অর্থাৎ, রাজ্যে মোট ৩ লক্ষ ৮১ হাজার ৪৪৯ জন ভোটার বেড়েছে। এর মধ্যে মহিলা ভোটারই বেড়েছে ২ লক্ষ ১ হাজার ৬৮৪ জন। সেখানে পুরুষ ভোটার ১ লক্ষ ৭৯ হাজার ৭৪০ জন বেড়েছে। এই ভোটার তালিকা নিয়েই রাজ্যস্তর থেকে নির্দেশ গিয়েছে তৃণমূলের জেলাস্তরে। স্পষ্ট বলা হয়েছে, এই তালিকা ধরে একেবারে বুথস্তর পর্যন্ত পৌঁছে যেতে হবে। বুথের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতারা এই তালিকা খুঁটিয়ে পর্যালোচনা করবেন। বুথে নতুন ভোটার কারা, কাদের নাম বাদ গিয়েছে এবং মহিলা ভোটার কারা রয়েছেন, তা পর্যালোচনা করতে বলা হয়েছে। বুথ ও অঞ্চলের তৃণমূল সভাপতিরা এই ভোটার তালিকা নিয়ে সাংগঠনিক বৈঠক করবেন। নতুন ভোটার এবং মহিলা ভোটারদের সঙ্গে সম্পর্ক আরও নিবিড় করতে বলা হয়েছে। নতুন ভোটারদের সঙ্গে সম্পর্ক তৈরি এবং তাদের সামনে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক আন্দোলনের ইতিহাস তুলে ধরার কথা বলা হয়েছে। তরুণ প্রজন্ম যাতে তৃণমূলের প্রতি আকৃষ্ট হয়, সেদিকে বিশেষ নজর দিতে হবে। আগামী বছর যখন ফের ভোটার তালিকা প্রকাশ হবে, তখন এই তালিকার সঙ্গে সেটি মিলিয়ে দেখতে হবে, কারা বাদ পড়লেন এবং কাদের নাম ঢুকল।
এর আগে নির্বাচন কমিশন যখন ভোটার তালিকায় নাম সংযোজন ও বাদ দেওয়ার কাজ শুরু হয়েছিল, তখনও তৃণমূল ভবন থেকে জেলায় জেলায় নির্দেশ গিয়েছিল। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার এবং রাজ্য সাধারণ সম্পাদক অরূপ বিশ্বাসের স্বাক্ষরিত একটি দলীয় নির্দেশ পাঠানো হয়েছিল তৃণমূলের জেলা সভাপতি ও জেলার চেয়ারম্যানদের কাছে। সেখানে স্পষ্টভাবে বলা হয়েছিল, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকেই মনে করে এসেছেন, ভোটার লিস্ট স্ক্রুটিনি এবং সংশোধনের কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার জন্য এলাকায় বুথ লেভেল এজেন্ট সঠিকভাবে নিয়োগের ব্যবস্থা করতে হবে। সেইমতো এবারও নির্বাচন কমিশনের প্রকাশিত ভোটার তালিকা পর্যালোচনা ও তার ভিত্তিতে সংগঠন শক্তিশালী করার কাজে  প্রথম দিন থেকেই নজর দিচ্ছে তৃণমূল।  
9h 9m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

একাধিক সূত্র থেকে ধনাগম ও বিশেষ কোনও ক্ষেত্রে বিনিয়োগের পরিকল্পনা। জ্ঞাতি বা প্রতিবেশীর শত্রুতায় গৃহে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.০৬ টাকা৮৬.৮০ টাকা
পাউন্ড১০৩.৮৯ টাকা১০৭.৫৮ টাকা
ইউরো৮৬.৮৫ টাকা৯০.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
11th     January,   2025
দিন পঞ্জিকা